বড়াইগ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে পুলিশ এর আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ০৬ নং গোপালপুর ইউনিয়নের অর্জুনপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি-নিরাপদ সমাজ গড়ি’’এই প্রতিপাদ্যে আজ শনিবার বিকেলে গোপালপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বিট অফিসার সত্যব্রত সরকারের সঞ্চালনায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান বলেন, পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক, বাল্য বিয়ে, চোরাকারবার, সন্ত্রাস বন্ধ করতে পারবে না।

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা এগিয়ে আসতে হবে । পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। এ সকল কাজে পুলিশ কে সহায়তা করতে সকল কে এগিয়ে আসার আহবান জানান। এ সময় সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ৫ নং ইউপি সদস্য ফজলুর রহমান সামাদ মিয়া সহ হেলাল, হুমায়ুন, বাসার মেম্বার সহ শিবপুর বিটার চড়া অর্জুনপুর কচুয়া গ্রামের জনসাধারণ।