টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা 

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে মনোনয়নপত্র জমা 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন নেতাকর্মীরা।

বুধবার বেলা সাড়ে ১১ টায় টুঙ্গিপাড়া সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুন’র কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন পত্র জমা দেয়া হয়।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করে প্রধানমন্ত্রীর মনোনয়ন জমা

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন, প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, গোপালগঞ্জ ৩ আসনের প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী নাজমা আক্তার, খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পর ১৯৮৬ সালে গোপালগঞ্জ ৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে এ আসন থেকেই তিনি নির্বাচন করে আসছেন। তাই এ আসন আওয়ামীলীগের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। একমাত্র নৌকা এই এলাকার মানুষের ভরসার প্রতীক। এ আসনে আওয়ামী লীগের বিপরীতে নির্বাচন করে জামানত হারান অন্য দলের প্রার্থীরা।