শ্রাবন্তীর মীরজাফর ফেরদৌস?

শ্রাবন্তীর মীরজাফর ফেরদৌস?

ফের কলকাতার সিনেমায় অভিনয় করতে চলেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। অভিনেতা ফেরদৌস আহমেদের এখন আরও একটা পরিচয়। তিনি বাংলাদেশ আওয়ামি লিগের নবনির্বাচিত প্রার্থী। ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ সংসদীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন ফেরদৌস আহমেদ। বিপুল ভোটে জয়লাভ করেন এই নায়ক।

রাজনীতিতে পা রাখার পরে বিনোদন দুনিয়ায় তাঁকে কি আগের মতোই দেখা যাবে? টলিউডে কবে পা রাখতে চলেছেন তিনি? বাংলাদেশে বসে অভিনেতা-রাজনীতিবিদের সাক্ষাৎকার নেওয়ার সময় এই প্রশ্ন রেখেছিলেন ভারতীয় গণমাধ্যম। ফেরদৌস জানিয়েছেন, অনেক দিনই বেছে বেছে ছবিতে কাজ করছেন। ফলে, তাঁর সমস্যা হবে না। সেই সঙ্গে এও বলেন, ‘‘পরিচালক অর্কনাথ মল্লিকের মীরজাফর চ্যাপ্টার ২-এ অভিনয়ের কথা হয়েছিল। তারপরেই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ফলে, কথা এগোয়নি। সে সব পর্ব মিটেছে। এবার নতুন করে কথা শুরু হবে। খুব ইচ্ছে, ছবিটি করব।’’

তারকা অভিনেতার থেকে সবুজ সংকেত পেয়েই ভারতীয় গণমাধ্যম যোগাযোগ করেছিল ছবির পরিচালক অর্কনাথ মল্লিকের সঙ্গে। তিনি খবরটি প্রথম পান ভারতীয় গণমাধ্যম আজকাল ডট ইনের থেকে। তিনি বলেন, ‘‘ফেরদৌসের জন্যই আমরা অপেক্ষা করছি। না হলে গত শীতেই শুট শুরু হয়ে যেত। ওঁকে ছাড়া ছবিটি হবে না।’’ ছবিতে ফেরদৌসের বিপরীতে থাকবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও থাকবেন প্রিয়াঙ্কা সরকার। ছবির লুক সেটও হয়ে গিয়েছে। সাদা লম্বা পাঞ্জাবি-লুঙ্গি আর সাফারি কোটে দেখা গিয়েছে তাঁকে। শ্রাবন্তী সুন্দরী সালোয়ার-কামিজ, শাড়িতে। প্রিয়াঙ্কাও একই ভাবে শাড়িতে ধরা দিয়েছেন।

‘‘মীরজাফর চ্যাপ্টার ২’’ প্রসঙ্গে পরিচালক জানান, সমাজে প্রতিটি ঘরে মীরজাফর যুগে যুগে জন্মায়। আধুনিক মীরজাফর কেমন? সেই গল্পই বলবে এই ছবি। আপাতত এর বেশি ভাঙতে চাননি তিনি। মুর্শিদাবাদ-সহ আশপাশের অঞ্চলজুড়ে শুটিং হবে। অর্কনাথের কথায়, ‘‘সব অভিনেতাদের তারিখ পাওয়া গেলেই শুট শুরু হয়ে যাবে। প্রযোজকের খুব ইচ্ছে, মাস তিনেকের মধ্যেই হয়ত শুট শুরু হবে।’’

সূত্রঃ aajkaal