নোয়াখালীতে অগ্নিকান্ডে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

নোয়াখালীতে অগ্নিকান্ডে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

নোয়াখালী জেলার বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারের রেলগেট এলাকার আজিজ মার্কেটে আগুন লেগে অন্তত ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে।  শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

অগ্নিকান্ডের সংবাদ পেয়ে চৌমুহনী, মাইজদী, সেনবাগ, সোনাইমুড়ী ফায়ার স্টেশনের ৮টি ইউনিট যৌথ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের আজিজ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অন্তত ১৫টি দোকান পুড়ে যায়।  

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক বলেন,  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আমরা এখনো ঘটনাস্থলে রয়েছি এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।