অলিক পিহান’র ‘হতাশা’

অলিক পিহান’র ‘হতাশা’

অলিক পিহান'র ‘হতাশা’য় দেলোয়ার উদ্দিন

“পাপ বাপ কেও ছাড়ে না” এই কথাটির বাস্তব চিত্র ফুটে উঠবে ‘হতাশা’ শিরোনামের ডকু ড্রামার মাধ্যমে। নিজের লেখা ও গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক অলিক পিহান।

এই ডকু ড্রামায় অভিনয় করেছেন মহিউদ্দিন সাবেত, রিজভী রাজ, দেলোয়ার উদ্দিন সহ প্রমুখ। ডকু ড্রামার ভিডিও নির্মাণ করেছেন সি এম মামুন। এতে প্রধান সহকারী পরিচালক ছিলেন শাহরিয়ার আর সংকেত। এটি বাবা দিবসে ‘মানচিত্র ২’ ইউটিউব চ্যানেলের ব্যানারে দেখা যাবে।

গল্পে দেখা যাবে, উচ্চ শিক্ষিত বেকার দুই যুবক মধ্যবিত্ত ঘরের সন্তান ঢাকার মেস জিবন কাটানো দুই বন্ধু চাকরির জন্য হন্যে হয়ে খুজে এক পর্যায়ে ক্লান্ত হয়ে অপরাধ জগতে প্রবেশ করেন। এইদিকে বেকার সাবেতের বাবা দেলোয়ার উদ্দিনের একটি কিডনি নষ্ট হয়ে যায়। টাকার অভাবে সাবেত তার বাবার চিকিৎসা সঠিকভাবে করতে পারছিল না। দিনের পর দিন হতাশায় মানসিক ভাবে ভেঙে পড়েছিল। এক পর্যায়ে বন্ধু রিজভী তাকে আশার আলো দেখায়। তার বাবা-র চিকিৎসা সঠিক সময়ে ও সুন্দর ভাবে হবে বলে আস্বস্ত করেন। এভাবেই এগিয়ে যায় গল্প।

উল্লেখ্য, গল্পটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন নির্মাতা।

তারার আলো প্রতিবেদক, ঢাকাঃ

Website: