অতিথি পাখি নিধনের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

অতিথি পাখি নিধনের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

অতিথি পাখি ক্রয়-বিক্রয় ও আটক করে নিধনের প্রতিবাদে নোয়াখালী জেলার চাটখিলে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্তরে ব্যান্ডিং বাংলা ইয়ুথ এর আয়োজন এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ব্যান্ডিং বাংলা ইয়ুথ এর প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি ভূঁইয়া (আবিদ), চাটখিল উপজেলা টিমের সভাপতি সাকিবুল ইসলাম ফাহিম, সহ সভাপতি বিবি ফাতেমা, সাধারণ সম্পাদক জাসেম আলম, সাংগঠনিক আহমদে রেজওয়ান সহ সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহন করে।

মানববন্ধনে স্বেচ্ছাসেবী সদস্যরা বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর যথাযথ প্রয়োগের দাবি জানান, বক্তরা বলেন আইনের প্রয়োগের অভাবে অনেক সময় অসাধু চক্র অতিথি পাখি সহ বিভিন্ন বন্য প্রাণী নিধন করছে।