চাটখিলে ফসলি জমি ধ্বংসের দায়ে জরিমানা

চাটখিলে ফসলি জমি ধ্বংসের দায়ে জরিমানা

নোয়াখালীর চাটখিলে ফসলি জমির মাটি কেটে জমির উর্বরতা ধ্বংস করা ও সড়ক নষ্ট করার দায়ে ভ্রাম্যমান আদালত মাটি ব্যবসায়ী বেলাল হোসেনের ১ লাখ টাকা জরিমানা করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধানমতে এই জরিমানা আদায় করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাটি ব্যবসায়ী বেলাল ফসলি জমির মাটি কেটে জমি ধ্বংস ও সরকারি সড়কের ক্ষতি সাধন করতেছে। ঐ সংবাদের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশের সদস্যদের নিয়ে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংবাদে সত্যতা পান। পরবর্তীতে মাটি ব্যবসায়ীর ১লাখ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।