সেবা প্রদানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রথম স্থান অর্জন

সেবা প্রদানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র প্রথম স্থান অর্জন

সেবা প্রদানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নোয়াখালী জেলায় প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া উপজেলা পর্যায় জাতীয় র‌্যাংকিংয়ে ১৭ তম অবস্থান ও চট্রগ্রাম বিভাগে ষষ্ঠ অবস্থানে রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহমেদ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।  

এসময় তিনি বলেন, সার্বক্ষনিক ডাক্তারের উপস্থিতি, কর্মতৎপরতা, সেবাগ্রহীতাদের সাথে সুমিষ্ট আচরন, ২৪ ঘন্টা ইমারজেন্সিতে আউটস্ট্যান্ডিং সেবা, বৈকালিক স্বাস্থ্য সেবা, সার্বক্ষনিক প্রসূতি মায়েদের নরমাল ডেলিভারী সেবা ও সিজারিয়ান অপারেশন সহ সার্বিক সেবা প্রদানের বিষয়ে এই সাফল্য অর্জিত হয়েছে।

তিনি আরো বলেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে ৩০১ টি নরমাল ডেলিভারি হয়েছে যা উপজেলা পর্যায় খুবই বিরল, এতো ডেলিভারি উপজেলা পর্যায় সাধারনত হয় না।

আগামীতেও এই সাফল্য ধরে রাখতে দায়িত্বরত সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে তিনি দাবি করেন।