ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি’র অভাবনীয় সাফল্য অব্যাহত

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি’র অভাবনীয় সাফল্য অব্যাহত

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি’র এসএসসি পরীক্ষা-২০২৪ এর ফলাফলে অভাবনীয় সাফল্য অব্যাহত রয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৪৮জন শিক্ষার্থী অংশগ্রহন করে শতভাগ উত্তীর্ণের পাশাপাশি ২৩ জন পেয়েছে জিপিএ-৫। অপর ২৫ জন শিক্ষার্থী এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ১৮জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৪ জন ও মানবিক বিভাগ থেকে ৩ জন জিপিএ-৫ পেয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবদুল মান্নান জানান, ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি প্রতিষ্ঠার পর থেকে একাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূইয়া’র সার্বিক দিক নিদের্শনায় ও একাডেমির অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর আন্তরিক প্রচেষ্টায় এবং অভিভাবকদের সহযোগিতায় ক্রমেই ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়ে আসছে। সাফল্যের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন। দেশ সেরা ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি।