জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত সাত তারকা

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত সাত তারকা

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত সাত তারকা

বাংলাদেশের শোবিজ অঙ্গনে আজ যেন জন্মদিনের উৎসব। বর্তমান সময়ের জনপ্রিয় সাত তারকার জন্মদিন আজ। তারা হলেন- কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী আনোয়ারা বেগম, এলিনা শাম্মী, তমা মির্জা, কনটেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা ও হারুন রশিদ।

কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ | ছবিঃ সংগৃহীত

সংগীতাঙ্গনে বাংলাদেশের গর্ব কুমার বিশ্বজিৎ। অসংখ্য জনপ্রিয় মৌলিক গান উপহার দিয়েছেন দর্শকদের। তোরে পুতুলের মত করে সাজিয়ে’, ‘তুমি রোজ বিকেলে’ কিংবা ‘যেখানে সীমান্ত তোমার’ এমন গান দিয়ে এখনও শ্রোতাদের হৃদয়ে চির সবুজ হয়ে আছেন কুমার বিশ্বজিৎ। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম সিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৩ সালের ১ জুন জন্ম কুমার বিশ্বজিতের।

চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী | ছবিঃ সংগৃহীত

অন্যদিকে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি গানেও তিনি এখন জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি মডেল, শিক্ষক ও গায়ক। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন।

চঞ্চল চৌধুরী

চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে। পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রূপকথার গল্প’।

এছাড়া তিনি ‘মনপুরা’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’ ও ‘দেবী’ চলচ্চিত্রে তার অভিনয়ের নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন।

আনোয়ারা বেগম
আনোয়ারা বেগম | ছবিঃ সংগৃহীত

দেশের আরেকজন বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা বেগম মাত্র ১৪ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। নায়িকা হিসেবে রয়েছে সাফল্য। বর্তমানে বেশিরভাগ মায়ের চরিত্রে দেখা যায় তাঁকে। বর্ণাঢ্য অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৪৮ সালের আজকের এই দিনে (১ জুন) জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনে অগণিত মানুষের শুভেচ্ছাসিক্ত হচ্ছেন এ অভিনয়শিল্পী।

এলিনা শাম্মী
এলিনা শাম্মী | ছবিঃ সংগৃহীত

আরেক অভিনেত্রী এলিনা শাম্মী। তিনি একাধারে লেখক, মডেল ও উপস্থাপক। তিনি ২০১৪ সালে শাহ আলম কিরণ পরিচালিত ‘৭১ এর মা জননী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ২০২১ সালে তিনি রায়হান রাফীর ওয়েব চলচ্চিত্র ‘জানোয়ার’ এ অভিনয় করে প্রশংসা অর্জন করেছিল।সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশী চলচ্চিত্র প্রিয়তমা এবং ’মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’ চলচ্চিত্রেও অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি। আজ এই অভিনেত্রী জন্মদিন। আজকের এই দিনে (১ জুন) খুলনায় জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

তমা মির্জা
তমা মির্জা | ছবিঃ ফেসবুক থেকে

শোবিজ অঙ্গনে তার আসা খুব ছোটবেলায়, কাজ শুরু করেছিলেন নৃত্যশিল্পী হিসেবে। পরে কিছুদিন মডেলিংও করেন তিনি। এরপর পা রাখেন অভিনয় জগতে। বলছি ‘খাঁচার ভিতর অচিন পাখি’ খ্যাত তমা মির্জার কথা। ‘বলও না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে তমা বাংলা চলচ্চিত্রে অভিষিক্ত হন। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তমা। বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

ফেরদৌস রহমান রিকা
ফেরদৌস রহমান রিকা | ছবিঃ রিকা’র সৌজন্যে

অন্যদিকে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা। ১৯৯৭ সালের এই দিনে (১ জুন) চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আজ তার জন্মদিন। ২০১৬ সাল থেকে কনটেন্ট নির্মাণ শুরু করেন। তারপর ২০১৭ সালে বর্তমান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শাহরিয়ার সাকিবের সাথে বিয়ে করে যুক্তরাজ্যে (ইউনাইটেড কিংডম) চলে যান তিনি। বিয়ের পর ২০২০ সালের শেষের দিকে সাকিব- রিকা দুজনে মিলে ফেসবুক পেইজ খুলে কাপল ভিডিও নির্মাণ শুরু করেন। শুরুর সেই বছরেই সফলতা পেতে শুরু করেন তারা। তাদের পেইজের নাম ‘ডার্লিয়াস রিকা এন্ড সাকিব’। বর্তমানে নয় লক্ষর অধিক ফলোয়ার রয়েছে তাদের।

হারুন রশিদ
হারুন রশিদ | ছবিঃ ফেসবুক থেকে

মুসাফির চলচ্চিত্রে বান্টি ভাই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা হারুন রশিদ। তবে মুসাফির তার প্রথম অভিনীত চলচ্চিত্র নয়। এর আগে তিনি নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। হারুন রশিদ অভিনয়ে আসেন ফাহিম মিউজিকে কাজের সূত্রেই। ছেলেবেলায় উদাসীন প্রকৃতির ছেলে হারুন রশিদ খুব বেশিদূর পড়াশোনা করেন নি। মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন তিনি। ১৯৯০ সালে স্টেডিয়াম মার্কেটে অডিও সিডির একটি দোকানে চাকরী শুরু করার মাধ্যমে ক্যারিয়ার জীবন শুরু করেন তিনি। ফাহিম মিউজিকে কাজ শুরু করার পর তিনি অভিনয়ের সুযোগ পান। নির্মাতা ইশতিয়াক রুমেলের প্রস্তাবে ‘হতেও পারে নাও পারে’ শিরোনামের নাটকে তিনি সর্বপ্রথম অভিনয় করেন। আজ তার জন্মদিন।

রকিবুল ইসলাম আফ্রিদিঃ

Website: