মুরাদনগরে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

মুরাদনগরে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

মুরাদনগরে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

মুরাদনগর আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তে পঞ্চম পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর তুলে দেন এমপি জাহাঙ্গীর আলম সরকার।

অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ভূমি নাজমিন সুলতানা নিপার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্যে ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারে না। এই বাংলাদেশকে এগিয়ে নিতে যেতেই হবে। এ দেশের মানুষ ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তি পাবে। প্রত্যেকটি মানুষের জীবন সুন্দর হবে-সেটাই আমাদের লক্ষ্য। যে লক্ষ্য বাস্তবায়নেই আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে উপজেলার ২২ টি ইউনিয়নের ২১জন চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী মো. রায়হানুল আলম চৌধুরি, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ও বাঙ্গরা বাজার থানার ওসি অমল চন্দ্রসহ উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন ধাপে এই উপজেলা থেকে ৯০৩ জনকে ঘর হস্তান্তর করা হয়েছে। আরো ২শত জন শীঘ্রই ঘর পাবে।

প্রিয়ন্ত মজুমদার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

Website: