নোয়াখালীতে ইউআইটিআরসিই’র দিন ব্যাপী সেমিনার

নোয়াখালীতে ইউআইটিআরসিই’র দিন ব্যাপী সেমিনার

নোয়াখালীতে ইউআইটিআরসিই’র দিন ব্যাপী সেমিনার

নোয়াখালীর চাটখিলে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ব্যানবেইসের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউআইটিআরসিই’র সহকারী প্রোগ্রামার মোঃ জহির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন।

এছাড়াও স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ নিয়ে সেমিনারে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জুনাইদ আলম, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শিক্ষকদের করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যা চৌধুরী।

উন্মুক্ত আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। এসময় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তারা উল্লেখ করেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু। উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪০টি প্রতিষ্ঠান প্রধান সেমিনানে অংশগ্রহণ করেন।

নোয়াখালী প্রতিনিধিঃ

Website: