টুঙ্গিপাড়ায় প্রত্যাগত অভিবাসীদের নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার

টুঙ্গিপাড়ায় প্রত্যাগত অভিবাসীদের নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার

টুঙ্গিপাড়ায় প্রত্যাগত অভিবাসীদের নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার

“প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ।

এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার, সহকারী পরিচালক (ডিইএমও) ষষ্টিপদ রায়, প্রবাসী কল্যাণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার হুমায়ুন কবির মুন্না, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান টিটিসি টুঙ্গিপাড়া শাখার শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, অনেক প্রবাসী বাংলাদেশী প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে এসেছেন ও প্রবাসী বাংলাদেশী এবং তাদের পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

Website: