যাযাবরের কথা-সুরে আসছে রাব্বি’র ‘রাক্ষসী বন্যা’

যাযাবরের কথা-সুরে আসছে রাব্বি’র ‘রাক্ষসী বন্যা’

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। লাখো লাখো মানুষ আজ পানি বন্দী। বানের স্রোতে ভেসে গেছে রাস্তা-ঘাট, ঘরবাড়ি। মুহুর্তের মধ্যেই তছনছ হয়ে গেছে সাজানো গোছানো সংসার। আকষ্মিক এই বন্যায় সব হারিয়ে বিলোপ করছে লাখো লাখো মানুষ। যে কষ্ট সহ্য করার মতো নয়। এবার বানভাসি এই অসহায় মানুষগুলোর স্মরণে তৈরি হয়েছে নতুন একটি গান। গানের শিরোনাম ‘রাক্ষসী বন্যা’।

গীতিকবি যাযাবর পলাশের কথা ও সুরে বানভাসিদের নিয়ে করা নতুন এই গানটি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কামরুজ্জামান রাব্বি। গানের সঙ্গীতায়োজন করেছেন রোজেন রহমান। গানটি আসছে স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ‘লায়নিক মিউজিক’ থেকে।

এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী কামরুজ্জামান রাব্বি জানালেন, নদীমাতৃক দেশ হওয়ায় প্রাকৃতিক ভাবে বাংলাদেশে প্রতিবছরই বন্যা হলেও এবারের বন্যা সত্যিই হৃদয়বিদারক। অনলাইনে বন্যার্তদের বিভিন্ন ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। তাদের স্মরণেই আমাদের এই গান। আশাকরি সবার ভালো লাগবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।