বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি ক্ষেত ইত্যাদি। বন্যা সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে ফেনী জেলায়। কোথাও দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাচ্ছিল না। চারদিকে পানি আর পানি। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যাকবলিত হয়েছে।

চলমান বন্যা পরিস্থিতিতে বসে নেই দেশের আলেম সমাজ। তারা বিভিন্ন খাদ্যসামগ্রী, জরুরি পণ্য, জামা-কাপড় ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। দিচ্ছেন আর্থিক সাহায্যও। আলেমদের বিভিন্ন সেবা সংস্থা, সংগঠন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইমদাদুল আবেদীন ফাউন্ডেশন এর উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ হাদিয়া প্রধান করা হয়েছে।

গত শনিবার (৩১ আগস্ট) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সকল খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন ইমদাদুল আবেদীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা আব্দুল বাসেত খান।

এসময় উপস্থিত ছিলেন, হাফেজ মাওঃ গাজী আল মাহমুদ, মুফতি মাসউদুর রহমান আইয়ুবী, মাওলানা আশরাফুল ইসলাম, মাওঃ মুহাম্মদ ইসমাঈল বোখারী কাশিয়ানী, মাওঃ মোশাররফ হোসাইন মাহমুদ, মাওঃ আফজাল বিন এনায়েত, মাওলানা মামুন চৌধুরী, মাওঃ মুয়াবিয়া আল হাবিব, মুফতি গাজী ছিদ্দিকুর রহমান, মুফতি রফিউদ্দিন নূরী, মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদী, হাফেজ ইসমাইল হোসাইন সাইফী, মাওলান আব্দুল্লাহ জাফরী, মাওঃ নোমান আইয়ূবী প্রমুখ সহ স্থানীয় ওলামায়ে কেরাম।