কাজী সাইফ আহমেদ’র পরিচালনায় ‘গ্রেট টাউট’

কাজী সাইফ আহমেদ'র পরিচালনায় ‘গ্রেট টাউট’

নির্মাতা কাজী সাইফ আহমেদ’র পরিচালনায় ঈদে আসছে ‘গ্রেট টাউট’।‌ নাটকটি রচনা করেছেন এন. ডি. আকাশ। এতে অভিনয় করেছেন, আশরাফ সুপ্ত, ইমু শিকদার, সিয়াম নাসির, জুলফিকার চঞ্চল সহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, হাসেম গ্রামের একটা টাউট প্রকৃতির ছেলে। গ্রামের মানুষ সবাই জানে সে শহরে বড় চাকুরী করে। হাসেমের বাবা হালিম মিয়াও জানে ছেলে শহরে বড় চাকুরী করে। গ্রামের শিক্ষিতা, সুন্দরী মেয়ে কবিতা বড় চাকুরী করে বলে হাসেমের সাথে সম্পর্ক করে। গ্রামের আরেকটি ছেলে সাজ্জাদও কবিতাকে পছন্দ করে। কিন্তু কবিতা সাজ্জাদকে পাত্তা দেয় না। একটা সময় দেখা যায় হাসেম শহরে বড় চাকুরী করে না, সে আসলে রিক্সা চালায়। চাকুরী করার নাম বলে সে সবার সাথে প্রতারনা করে। নাটকের গল্প এভাবে এগিয়ে যাবে।

নাটকটি ঈদের ৭ম দিন রাত ১১.৩০ টায় এটিএন বাংলাতে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন প্রিয়ন্তী।

সুপ্ত- বৃষ্টির ‘অনেক সাধের বউ’

সুপ্ত- বৃষ্টির 'অনেক সাধের বউ'

সম্প্রতি নির্মিত হলো একক নাটক ‘অনেক সাধের বউ’। রাফি আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মোঃ মিজানুর রহমান মিজান। নাটকটিতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, বৃষ্টি চৌধুরী, মুকুল জামিল, হাসিমুন সহ আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, মুখ পোড়া একটি মেয়েকে টাকার লোভে বিয়ে করে তামিম, বিয়ের পরে স্বামী এবং শাশুড়ির অত্যাচারে মেয়েটির জীবন অতিষ্ঠ হয়ে যায়। তামিম তার স্ত্রীকে বলে তার বাপের বাপের সব সম্পত্তি লিখে দেয়ার জন্য, মেয়েটি রাজি না হলে স্বামী এবং শাশুড়ি তার উপরে নির্মমভাবে অত্যাচার করতে থাকে। একসময় মেয়েটির ভাই বোনের নির্যাতন সহ্য করতে না পেরে তার বোনকে নিয়ে যায়। তারপর তামিম আরেকটি বিয়ে করে, এরপর শুরু হয় তামিম এবং তার মায়ের উপর অত্যাচার ।

দ্বিতীয় বউ তামিম এবং তার মাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাদের জীবন অতিষ্ঠ করে তোলে। তামিম দ্বিতীয় বউকে বাড়ি থেকে তাড়ানোর জন্য একটি নাটক সাজায়। যে নাটকে একটি বকাটে ছেলে দাবি করে তামিমের দ্বিতীয় স্ত্রী বখাটে ছেলের প্রথম স্ত্রী ছিল, একপর্যায়ে বকাটে ছেলেটি নিজের ভুল বুঝতে পারে এবং সবকিছু খুলে বলে। তামিমের দ্বিতীয় স্ত্রীর বাবা যখন তার মেয়েকে নিয়ে যেতে চাই তখন তামিম এবং তার মা তাদের ভুলের জন্য ক্ষমা চাই। এমন একটি পারিবারিক গল্প নিয়ে গড়ে উঠেছে ‘অনেক সাধের বউ’ নামে একটি নাটক।

নাটকটি দর্শকদের মন ছুয়ে যাবে বলে আশা করছে নাটকটির লেখক এবং পরিচালক । তিনি জানান, শিঘ্রই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।