কাজী সাইফ আহমেদ’র পরিচালনায় ‘গ্রেট টাউট’

কাজী সাইফ আহমেদ’র পরিচালনায় ‘গ্রেট টাউট’

কাজী সাইফ আহমেদ'র পরিচালনায় ‘গ্রেট টাউট’

নির্মাতা কাজী সাইফ আহমেদ’র পরিচালনায় ঈদে আসছে ‘গ্রেট টাউট’।‌ নাটকটি রচনা করেছেন এন. ডি. আকাশ। এতে অভিনয় করেছেন, আশরাফ সুপ্ত, ইমু শিকদার, সিয়াম নাসির, জুলফিকার চঞ্চল সহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, হাসেম গ্রামের একটা টাউট প্রকৃতির ছেলে। গ্রামের মানুষ সবাই জানে সে শহরে বড় চাকুরী করে। হাসেমের বাবা হালিম মিয়াও জানে ছেলে শহরে বড় চাকুরী করে। গ্রামের শিক্ষিতা, সুন্দরী মেয়ে কবিতা বড় চাকুরী করে বলে হাসেমের সাথে সম্পর্ক করে। গ্রামের আরেকটি ছেলে সাজ্জাদও কবিতাকে পছন্দ করে। কিন্তু কবিতা সাজ্জাদকে পাত্তা দেয় না। একটা সময় দেখা যায় হাসেম শহরে বড় চাকুরী করে না, সে আসলে রিক্সা চালায়। চাকুরী করার নাম বলে সে সবার সাথে প্রতারনা করে। নাটকের গল্প এভাবে এগিয়ে যাবে।

নাটকটি ঈদের ৭ম দিন রাত ১১.৩০ টায় এটিএন বাংলাতে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন প্রিয়ন্তী।

তারার আলো প্রতিবেদক, ঢাকাঃ

Website: