জাতীয় পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

জাতীয় পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

২রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নোয়াখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার (০২ মার্চ)  দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নোয়াখালী শাখার আহ্বায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক নুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, জেএসডি নেতা মফিজুর রহমান, মো. হাবিবুর রহমান, আমির হোসেন বিএসসি, আমিরুল ইসলাম বাহার, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম খোকন, হেলাল উদ্দিন প্রমুখ।

জাতীয় পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
জাতীয় পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

বক্তরা ১৯৭১ সালের ২রা মার্চ তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন জানিয়ে বলেন, সেই ঐতিহাসিক ২রা মার্চ কে জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যেমে ঘোষণা করতে হবে।

মানববন্ধন শেষে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, ‘অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম, দ্রব্য মূল্যের উর্ধ্বগতিরোধ, সীমান্ত সমস্যার দ্রুত সমাধান, ভোটাধিকার, সুষ্ঠ নির্বাচন, সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনের দাবিতে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।