মুরাদনগরে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে নোটিশ

মুরাদনগরে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে নোটিশ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মুরাদনগরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত নোটিশে গত ২৩ মে ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান হেলালকে ওই নোটিশ প্রদান করা হয়।

নোটিশ সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৪ তারিখে আনুমানিক বিকাল ০৫.৩০ মিনিটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা মোবাইল কোর্টে উপজেলা পরিষদের দেয়ালে পোস্টার টানানো এবং যানবাহনে পোস্টার লাগানোর জন্য দশ হাজার টাকা অর্থদন্ড করেন। ফলে উক্ত কর্মকর্তার সাথে অসৌজন্যমূলক আচরণসহ হমকি, ভীতি প্রদান ও বাধা প্রদান করা হয়। নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মাঝে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ বিষয়ে এসিল্যান্ড নাসরিন সুলতানা নিপা বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষে যথাসম্ভব চেষ্টা করছি। আইনের প্রতি সকল প্রার্থীদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। যে কেউ আচরণ বিধি লঙ্ঘন করলে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।