এবারের ঈদে যে তারকাদের সিনেমা আসছে

এবারের ঈদে যে তারকাদের সিনেমা আসছে

ঈদে সরব হয়ে ওঠে দেশের সিনেমা। ফলে, প্রতিটি ঈদ মানেই নতুন সিনেমা। হলগুলোও যেন প্রাণ ফিরে পায়।বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদে বেশি সিনেমা মুক্তি পায়। পর্দায় দেখা মেলে অনেক তারকার।

ঈদ মানেই যেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক মেগাস্টার শাকিব খানের সিনেমা। এবারও শাকিব ভক্তরা পর্দায় দেখতে পাবেন শাকিব অভিনীত ‘তুফান’ সিনেমা। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী ও মিমি চক্রবর্তী। টিজার এবং ট্রেইলার দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে খলঅভিনেতা হিসেবে শাকিবের সঙ্গে লড়বেন চঞ্চল চৌধুরী। দুই গুনি অভিনেতা যখন রূপালী পর্দায় পাঞ্জা লড়বেন তা যেন ভাবতেই অবাক লাগছে দর্শকদের। শাকিবের পরেই চঞ্চল চৌধুরীর অভিনয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। ট্রেইলারেও যেন এক অন্য চঞ্চল চৌধুরীকে দেখতে পেরেছে দর্শক।

চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী

এরই মধ্যে‌ নির্মাতা রায়হান রাফি’র ‘তুফান’ সিনেমার গান ও‌ ট্রেইলার মুক্তিতে সিনেমাটির প্রতি দেশ-বিদেশের সব ধরনের দর্শকের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। এই প্রথম ঈদে রূপালী পর্দায় শাকিব ও মিমি চক্রবর্তীকে দেখা যাবে।

মিশা সওদাগর
মিশা সওদাগর

বাংলা সিনেমা মানেই খলনায়ক মিশা সওদাগর। প্রতি ঈদেই তার দেখা মেলে। এবারও তার কোন ব্যতিক্রম নয়। এবারের ঈদের পাঁচ সিনেমার মধ্যে তিনটি সিনেমাতেই তাকে দেখা যাবে। এরমধ্যে একটি রায়হান রাফি’র ‘তুফান’, দ্বিতীয়টি মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ অন্যটি মুস্তাফিজুর রহমান মানিক’র ‘ডার্ক ওয়ার্ল্ড’।

শবনম বুবলী
শবনম বুবলী

ঈদে একটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির থাকবেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। টানা কয়েক ঈদেই তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ায় বেশ ফর্মে রয়েছেন এ নায়িকা। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামে দুটি সিনেমা। গত বছর দুই ঈদে মুক্তি পায় বুবলীর চার সিনেমা। প্রায় প্রত্যেক ঈদেই একাধিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। বরাবরই ঈদে প্রেক্ষাগৃহ নিজের দখলেই রেখেছেন এ নায়িকা। জিয়াউল রোশানের সঙ্গে জুটি বেঁধে বুবলী কাজ করেছেন ‘রিভেঞ্জ’ নামে একটি সিনেমায়। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। ঈদে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত। মুক্তির নিশ্চয়তা দিয়েছেন নির্মাতা।

এবারের ঈদে দেশি তারকা ছাড়াও রয়েছে ওপার বাংলার তারকা। বলছি, টালিউড নায়িকা মিমি চক্রবর্তী ও কৌশানি মুখার্জির কথা। কৌশানির ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও মিমি চক্রবর্তীর ‘তুফান’ ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। মিমি চক্রবর্তীর ঢাকায় প্রথম সিনেমা ‘তুফান’। এবার ভাগ বসাচ্ছেন একই ইন্ডাস্ট্রির ‘ডার্ক ওয়ার্ল্ড’ নায়িকা কৌশানী মুখার্জি।

এবারের ঈদে রূপালী পর্দায় হাজির হচ্ছেন পূজা চেরি। পূজা চেরি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘আগন্তুক’ এ পূজার সঙ্গে জুটি বেধেছেন শ্যামল মাওলা। এটি নির্মাণ করেছেন সুমন ধর।

জিয়াউল রোশান
জিয়াউল রোশান

ঈদুল আযহায় বড় পর্দায় দেখা মিলবে জিয়াউল রোশান’র। গত কয়েক বছর ধরে ঈদে তাকেও দেখা যাচ্ছে সিনেমায়। এই ঈদে মোহাম্মদ ইকবাল পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘রিভেঞ্জ’-এ রূপালী পর্দায় দর্শক দেখতে পাবে রোশানকে। রোশানের সঙ্গে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী।

ববি হক
ববি হক

দেশীয় চলচ্চিত্রের গ্ল্যামারাস অভিনেত্রী ইয়ামিন হক ববি। দীর্ঘদিন পর এবারের ঈদুল আযহায় নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। সিনেমার নাম ময়ূরাক্ষী। এটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। প্রেম ও প্রতারণার গল্পের এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে।

ঈদে মুক্তির অপেক্ষায় পাঁচ সিনেমা

ঈদে মুক্তির অপেক্ষায় পাঁচ সিনেমা

বরাবরই ঈদে সিনেমা মুক্তি নিয়ে নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়। গত দুই ঈদে সিনেমা মুক্তির সময় সেটিই দেখা গেছে। দুই ঈদেই ডজনের মতো সিনেমা মুক্তি পায়। যেটি দেশীয় সিনেমায় বেশ কয়েক বছরের রেকর্ড ভাঙ্গে। আর ক-দিন পরেই ঈদুল আজহা। চলচ্চিত্রপাড়ায় এখন চলছে সিনেমা মুক্তির শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রচারণায় ব্যস্ত সিনেমার কলাকুশলীরা।

সারা বছর বন্ধ থাকা হলগুলো খুলছে ঈদে। নতুন সিনেমাকে বরণ করে নিতে প্রস্তুত হলগুলো। প্রথম দিকে প্রায় ডজন খানেক সিনেমার হাঁক-ডাক শোনা গেলেও অবশেষে এবারের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে পাঁচটি সিনেমা। সংখ্যায় কম হলেও মানের দিক থেকে বিগত সময়ের তুলনায় নতুনত্ব দেখা যাবে বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্টরা। এবারে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো- রায়হান রাফী পরিচালিত ‘তুফান’, রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’, এমডি ইকবালের ‘রিভেঞ্জ’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও সুমন ধরের ‘আগন্তুক’।

তুফান
তুফান

তুফান

আসন্ন ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহ কাঁপাতে আসছেন মেগাস্টার শাকিব খান। সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা সহ আরও অনেকে। এরই মধ্যে ‘তুফান’ সিনেমার টিজার ও গান মুক্তিতে সিনেমাটির প্রতি দেশ-বিদেশের সব ধরনের দর্শকের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে।

ময়ূরাক্ষী
ময়ূরাক্ষী

ময়ূরাক্ষী

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত সিনেমা ‌‘ময়ূরাক্ষী’। সিনেমাটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। প্রেম আর প্রতারণার গল্পের এই সিনেমাটির গল্প ও চিত্রনাট্য গোলাম রাব্বানীর। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সুদীপ কুমার দ্বীপ ও ববি হক। এতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরী প্রমুখ।

রিভেঞ্জ
রিভেঞ্জ

রিভেঞ্জ

এই ঈদে মুক্তি পাচ্ছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী ও জিয়াউল রোশান। এই সিনেমায় অভিনেত্রী বুবলীকে নুতন ধরনের চরিত্রে, নতুন লুকে পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী সিনেমা। প্রতিশোধের গল্পের পাশাপাশি থাকছে পারিবারিক ও প্রবাসীদের গল্প। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎসহ প্রমূখ।

ডার্ক ওয়ার্ল্ড
ডার্ক ওয়ার্ল্ড

ডার্ক ওয়ার্ল্ড

এই ঈদে মুক্তির তালিকায় যুক্ত হল নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’।ক্রাইম-থ্রিলার ঘরানার এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান, কলকাতার কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, বড় দা মিঠু, শিমুল খান, ডন প্রমুখ। কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান।

আগন্তুক

আগন্তুক

ঈদুল আজহার ঠিক সপ্তাহ খানেক আগে মুক্তির তালিকায় এলো পূজা চেরি অভিনীত সিনেমা ‘আগন্তুক’। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায় পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ। গল্পে দেখা যাবে, শহরের ইতি নামের নারীদের খুন করা হচ্ছে লাশের গলায় ঝুলানো গোলাপের মালায় লেখা থাকে শুভ বিদায় ইতি। খুনের রহস্য উদঘাটনে পুলিশের সঙ্গে নামে দুই সাংবাদিক। এভাবেই এগিয়ে যাবে গল্প।

ঈদে পলাশ মণি দাসের পরিচালনায় ৪ নাটক

ঈদে পলাশ মণি দাসের পরিচালনায় ৪ নাটক

ঈদের নাটকে দর্শকের যেমন বাড়তি চাহিদা থাকে ভালো কিছু নাটক দেখার তেমনি পরিচালকদেরও চেষ্টা থাকে ভিন্ন কিছু গল্প উপহার দেয়ার। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই পরিচালনার ক্ষেত্রে পলাশ মণি দাস সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন। আর তাই আসন্ন ঈদ আয়োজনে রাজীব মণি দাসের রচনা ও পলাশ মণি দাসের পরিচালনা নির্মিত হয়েছে ৩টি নাটক। ৩টি নাটকই ভিন্ন ভিন্ন চরিত্রানুক্রমে চিত্রনাট্য সাজানো হয়। গতানুগতিক গল্পের বিপরীতে রাজীবের নাটকের গল্প একটু আলাদা হয়ে থাকে। গল্পে নতুন কিছু চমক রাখার পাশাপাশি সমাজের ঐতিহ্যের বিষয়গুলোও তুলে ধরা হয়।

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নির্মিত নাটকগুলো হলো- ‘মনের মতো বউ চাই’, ‘খান বাড়ির জামাই’ ‘আইলসা’ ও হঠাৎ বিয়ে ।

নাটকগুলো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আখম হাসান, তানভীর, তারিক স্বপন, আব্দুল্লাহ রানা, শফিখ খান দিলু, রকি খান, নাদিয়া আহমেদ, নিথর মাহবুব, সাজু আহমেদ, মানুষী প্রকৃতি, পুনম হাসান জুঁই, রেজমিন সেতু, সাইকা আহমেদ, মৌ শিখা প্রমুখ।

পরিচালক পলাশ মণি দাস বলেন, আমি চেষ্টা করেছি গল্পে বৈচিত্র্য রাখতে। এই ঈদে আমার পরিচালনা ৩টি গল্পই মৌলিক গল্প। যেমন- মনের মতো বউ চাই- গল্পে দেখা যাবে- একটা ছেলে যত সুন্দরী পাত্রীই দেখুক, কোনো না কোনো খুঁত সে বের করবেই। সে তার মনের মতো বউ খুজতে গিয়ে তৈরি হয় নানান জটিলতা। আর ‘খান বাড়ির জামাই’ গল্পে দেখা যাবে- ঘর জামাই হলেও আদতে সে আপন সন্তানের মতোই আপন হয়ে যায়। যা সমাজে বিরল। তৃতীয় গল্পটি ‘আইলসা’ এটি খুবই চমৎকার একটি গল্প। নাম শুনেই বুঝা যায় যে, একটা মানুষের আইলসামী গল্পের মূল ভিত্তি। প্রতিটি গল্পেই হাসি, কান্না, সমাজের নানান চরিত্রকে সুনিপুন ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।

টিভি চ্যানেলে প্রচারের পাশাপাশি ঈদের দিন থেকে ‘স্বপ্নের কারিগর’, ‘টিওটি’ ইউটিউব চ্যানেলেও নাটকগুলো দেখা যাবে।

কর্মচারীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করল রাজশাহী শিক্ষা বোর্ড

কর্মচারীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করল রাজশাহী শিক্ষা বোর্ড

রমজান মাসে ইফতার পার্টি না করে সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সেই নির্দেশ মেনে ইফতার মাহফিলের আয়োজন না করে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার উদ্যেশ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল ৩ এপ্রিল (বুধবার) রাজশাহী শিক্ষা বোর্ড পরিবারের পক্ষ থেকে থেকে বোর্ডে কর্মরত নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল-সেমাই, চিনি, চাউল, তৈল, মশলা ইত্যাদি।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম, শিক্ষা বোর্ড সচিব মো. হুমায়ুন কবীর, শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ।