এক রাতের ব্যবধানে কাঁচা মরিচের দাম ২০০ টাকা বৃদ্ধি

এক রাতের ব্যবধানে কাঁচা মরিচের দাম ২০০ টাকা বৃদ্ধি

এক সপ্তাহ নয় মাত্র এক রাতের ব্যবধানে বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২শ টাকা। যা বর্তমানে বিক্রি হচ্ছে ৪শ টাকা কেজি দরে। হঠাৎ করে কাঁচা মরিচের এমন আকাশ ছোয়া দামে নাকাল ক্রেতা বিক্রেতা সহ সব শ্রেণি পেশার মানুষ। ভারতীয় এলসি বন্ধ, দেশে উৎপাদন কম সহ সিন্ডিকেটের কারণে বাজার ব্যবস্থা এমন উত্তপ্ত বলে মনে করেন ব্যবসায়ীরা।

গত এক সপ্তাহ ধরে যশোরের শার্শায় সব ধরনের সবজির দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরে থাকলেও মাত্র এক রাতের ব্যবধানে কাঁচা মরিচের দাম আকাশ ছোয়া। যে মরিচ গতকাল রাত পর্যন্ত ২শ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে সকাল হতেই সেই মরিচ এক লাফে ২শ টাকা বেড়ে ৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে কাঁচা মরিচের এমন আকাশ ছোয়া দাম শুনে হতভম্ব হয়ে পড়েছেন সব ধরনের ক্রেতা সাধারণ।

বৈরী আবহাওয়ায় অনুকূল পরিবেশ না থাকায় স্থানীয় বাজার সহ ছোট বড় সব বাজারে সবজির দাম চড়া থাকলেও কাঁচা মরিচের ভারতীয় এলসি বন্ধ থাকায় দেশীয় বাজারে এর প্রভাব প্রভাব পড়েছে বলে মনে করেন বাজার ব্যবস্থাপনা কমিটি। তবে অতিদ্রুত বাজারের দ্রব্যমূল্যের উর্ধগতী কমে আসবে বলে আশা করেন নাভারণ বাজার কমিটির এই কর্মকর্তারা।

একদিকে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য সহ সবজি ও কাঁচা মরিচের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় নিরবে কষ্ট সহ্য করে চলেছেন। প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আবসে বলে মনে করেন সচেতন মহল।