Archives জুন ২০২৪

চাটখিলে এই প্রথম ডায়মন্ড শো-রুম উদ্বোধন

চাটখিলে এই প্রথম ডায়মন্ড শো-রুম উদ্বোধন

চাটখিল পৌর শহরের জোনাকি সুপার মার্কেটের নিচ তলায় এই প্রথম একটি ডায়মন্ড শো-রুম উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন নিউ আপন ডায়মন্ড এন্ড গোল্ড শো-রুমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি-বাসাস চাটখিল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাঈদ মোহাম্মদ তুষার, পৌর বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিল পরান, গাজী রুবেল, পৌর মার্কেটের  ব্যবসায়ী সোহেল রানা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে নিউ আপন ডায়মন্ড এন্ড গোল্ড শো-রুমের মালিক মো. আমির হোসেন আপন বলেন, তিনি চাটখিলের স্পেশাল ক্রেতাদের কথা চিন্তা করে প্রথমবারের মত চাটখিল পৌর শহরের ডায়মন্ড শো-রুমের কার্যক্রম চালু করেছেন। এই অঞ্চলে কোন ডায়মন্ড শো-রুম না থাকায় মানুষে ঝুঁকি নিয়ে ঢাকা থেকে ডায়মন্ড ক্রয় করতে হয়। সেই ঝুঁকি ও কষ্ট দূর করতেই চাটখিলে ডায়মন্ড শো-রুম উদ্বোধন করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন তার শো-রুমে সুলভ মূল্যে ডায়মন্ড ও গোল্ড ক্রয় করা যাবে।

সুপারস্টার ট্যাগ দেওয়ায় সমালোচনার মুখে মুশফিক ফারহান

সুপারস্টার ট্যাগ দেওয়ায় সমালোচনার মুখে মুশফিক ফারহান

চলচ্চিত্র ও টিভি নাটকের পরিচালক রুবেল আনুশ। ছোট পর্দায় একেরপর এক কাজ নির্মাণ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন তিনি ও অভিনেতা মুশফিক আর ফারহান।

গত বুধবার (৮ মে) এই নির্মাতা নিজের ফেসবুক টাইমলাইনে ‘মাস্তান’ শিরোনামের নতুন নাটকের প্রথম পোস্টার প্রকাশ করেছেন। সেখানে অভিনেতা মুশফিক আর ফারহানকে ‘সুপারস্টার’ ট্যাগ দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই নির্মাতা ও মুশফিক আর ফারহান।

রুবেল আনুশের সেই পোস্টের মন্তব্য ঘরে কেউ বলছে, ‘সুপারস্টার পদবী টা সত্যি সস্তা হয়ে যাচ্ছে’ হিরো আলমকে টেনে একজন বলছে, ‘বোধহয় এখন শুধু হিরো আলমের সুপারস্টার লাগানো বাকি আছে’ আবার কেউ বলছে, ‘সুপারস্টার ট্যাগ মানাইলো না’। ফ্যানমেড পোস্টার প্রসঙ্গে একজন বলেন, “পাবলিক এর সমালোচনায় এটা এখন হয়ে গেছে ভক্ত কুলের বানানো পোস্টার”।

পোস্টার শেয়ারের পর বাংলা নাটকের গ্রুপ ও নাটক- সিনেমা রিভিউ পেইজ থেকে নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। ‘বাংলা নাটক’ গ্রুপে সালমান জামান নামে একজন পোস্টার ও ফারহান এর ছবিসহ পোস্ট করেছেন। ফেসবুক গ্রুপের এই পোষ্টের কিছু মন্তব্যে তুলে ধরা হলো, ‘ফারহান যদি সুপারস্টার হয় তাহলে আর আপনাকে কিছু বলার নাই’, ‘রুচির দুর্ভিক্ষ ফারহান!’, ”আজকাল অভিনয় না জানা ওভার অ্যাকটিং করা আর্টিস্ট গুলাই নাকি সুপারস্টার, দুনিয়া রসাতলে যাচ্ছে”, “এরাও সুপারস্টার উপাধি পায়”, “নাটক করেও আবার কেউ সুপারস্টার হয়”, “এই দেশে সবাই সুপারস্টার হতে চায় কেন? মনে রাইখেন হিরো আলম কিন্তু সুপারস্টার”, ‘এই (অপ্রকাশযোগ্য কথা) অভার অ্যাক্টিং করে, আবার সুপার এস্টার হয় কিভাবে’, ‘আপনার রুচিতে সমস্যা ভাই ডাক্তার দেখান’, ‘দেশে রুচির দুর্ভিক্ষ চলছে’, ‘এইত্য অভিনয় জানেনা’, ‘ছাপরি স্টার’।

রুবেল আনুশের সেই পোস্ট শেয়ার করে একই গ্রুপে নুর করিম নামে একজন মতামত চেয়েছেন। সেখানেও নেতিবাচক মন্তব্যে ভরপুর। কেউ বলছে, “বাংলাদেশ এমন একটা দেশ যেখানে যে কাউকে সুপারস্টার, মেগাস্টার, রাজা, রানী উপাধি দিয়ে ভূষিত করা কোন বিষয় না”।

মোহাম্মদ হেলাল খান নামে একজন একই গ্রুপে পোস্ট করেছেন, সেখানে মন্তব্যকারীর ভাষ্য, “আজকাল ভিউ পাইলেই সুপারস্টার তকমা লাগায় দেয়। কি একটা অবস্থা”, “সত্যি বলতে আমার তাকে একদম ভালো লাগেনা। অতিরিক্ত অভার এক্টিং করে। তার নাটকগুলো দেখলে মনে হয় শুধু শুধু সময় নষ্ট করলাম। অবশ্য ১/২ টা নাটক ভালো লেগেছে।”

“মুভি লিংক বিডি” নামের একটি ফেসবুক পেইজে পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ওভার অ্যাকটিং এর ঠেলায় যার একটা”। কেউ বলছে, “আসলে ইনারা সুপারস্টার মানেটাই জানেনা, এজন্যই এতো সমস্যা। সে সুপারস্টার হলো কেমনে? সুপার স্টার হতে হলে ৫/৬টা মুভি হিট হতে হয়, বাট সে তো নাটক ছাড়া কিছু করেনি, সুপারস্টার হয় কেমনে।”

এ প্রসঙ্গে নির্মাতা রুবেল আনুশের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঈদে মিঠুর দুই গান

ঈদে মিঠুর দুই গান

প্রকাশ পেতে যাচ্ছে শিল্পী এম আই মিঠুর কন্ঠে ‘মায়া বাড়াইলা’ এবং “শোনো নিরুপমা” শিরোনামের দুই গান। ঈদ উল আযহা উপলক্ষ্যে দেশের স্বনামধন্য দুটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ পেতে যাচ্ছে।

“শোনা নিরুপমা” শিরোনামের গানটির কথা ও সুর করেছেন গীতিকবি এসএম সোহেল এবং মিউজিক করেছেন মেধাবী সংগীত পরিচালক সুমন কল্যান। অপর গানটির কথা, সুর ও সংগীত করেছেন রোহান রাজ।

গান দুটির বিষয়ে এম আই মিঠু জানান, বেশকিছু গানের কম্পোজিশনের কাজ শেষ হয়েছে, এরই মাঝে সামাজিক পরিস্থিতি ও বিভিন্ন ব্যস্ততায় কিছু গান অপ্রকাশিতই রয়ে গেছে। আরো কয়েকটি গানের কম্পোজিশন প্রায় শেষের দিকে। তবে শ্রোতাদের কথা মাথায় রেখে এবার দুটি গান অতিদ্রুত প্রকাশ করা হবে। ইতোমধ্যে দুটি গানের ভিডিও ধারণ ও এডিটিং সম্পন্ন হয়েছে। এখন পর্যায়ক্রমে সেগুলি প্রকাশ করা হবে।

সৌমিত্র ঘোষ ইমন এর পরিচালনায় গান দুটির ভিডিওতে কো-আর্টিস্ট হিসেবে ছিলেন সুমাইয়া রিমু।

নাটক, টেলিফিল্ম, জিঙ্গেল ও বিজ্ঞাপনসহ সব মিলিয়ে প্রায় ২৫০টি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন মিঠু যার মধ্যে তার লেখা ও সুর করা গান রয়েছে প্রায় ১৮টি। সঙ্গীত শিল্পীর পাশাপাশি শিল্পী মিঠু একজন চিত্র ও ভাস্কর শিল্পী। এ পর্যন্ত এম আই মিঠুর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ৬২ টি যৌথ প্রদর্শনী ও প্রতিযোগিতা মূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেই সাথে তার নয়টি একক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীও অনুষ্ঠিত হয় দেশে ও দেশে-বিদেশে। এরই মাঝে গুনি এই শিল্পী তার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন প্রায় দুই ডজন অ্যাওয়ার্ড ও সম্মাননা। এছাড়াও মিঠু সেবামূলক সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। মিঠুর প্রতিষ্ঠিত দু:স্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি (ডিকেএসপি) নামে একটি সামাজিক সংগঠন রয়েছে দীর্ঘ প্রায় ১৭ বছর নিজ এলাকার কিছু কিছু অসহায় এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দীর্ঘদিন কাজ করছে যাচ্ছেন।

চাটখিল পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

চাটখিল পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

চাটখিল উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শনিবার (০১ জুন) রাতে চাটখিল পৌর শহরের শ্রী শ্রী গৌর নিতাই সেবা আশ্রম মন্দিরে এক বর্ধিত সভা শেষে উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ সম্মতিতে নারায়ণ চন্দ্র পাল কে আহ্বায়ক ও মানিক চন্দ্র দেবনাথ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। 

এসময় নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর চন্দ্র শীল ও সাধারন সম্পাদক রতন কৃষ্ণ পাল উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সমীর চক্রবর্তী, সাধারন সম্পাদক তপন কুরী সহ নেতৃবৃন্দ।

মুরাদনগরে মাদক বিরোধী মোবাইল কোর্টে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে মাদক বিরোধী মোবাইল কোর্টে ২ জনের কারাদন্ড

কুমিল্লার মুরাদনগরে মাদক নির্মূলে থানা পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে ২জন মাদকসেবীকে ১৫দিনের কারাদন্ড ও নগদ ২০০টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলো, উপজেলার উত্তর পাড়া গ্রামের  মৃত মিজানুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর ও দুলাল মিয়ার ছেলে ইব্রাহিম।

পুলিশি সূত্রে জানা যায়, ৩১মে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় ইউএনও সিফাত উদ্দিন ও মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে এসআই রাজিব চন্দ্র সরকার ও এএসআই মোঃ শামীম আহম্মেদ অভিযান পরিচালনা করেন। সদর ইউনিয়নের উত্তরপাড়ার আনোয়ারা বেগমের বসত ঘরে মাদকদ্রব্য অ্যামফিটামিন সেবন করে মাতলামির অপরাধে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে দন্ড প্রদান করা হয়।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, যতদিন পর্যন্ত মাদক সম্পূর্ণ নির্মূল না হবে ততদিন অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টে দন্ডপ্রাপ্ত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হাবিপ্রবিতে সাসটেইনেবল ফিউচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হাবিপ্রবিতে সাসটেইনেবল ফিউচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইডিয়া’র ব্যবস্থাপনায় মাইক্রো-কোর্স অন ইম্প্যাক্ট এন্ট্রাপ্রেনিউরশিপ ইন্যাবলিং সাসটেইনেবল ফিউচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । 

শনিবার (১জুন) বিকেল ৪ টায় হাবিপ্রবির অডিটোরিয়াম-২ এ উক্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক  ড. এম কামরুজ্জামান, কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন ওয়ান বাংলাদেশের সভাপতি  ও সিআরআই এর সিনিয়র এসোসিয়েট অধ্যাপক মোঃ রশীদুল হাসান এবং অনলাইনে যুক্ত ছিলেন আইডিয়া প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট এবং অপারেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ গোস্বামী।এসময় তারা উদ্যোক্তাদের নিয়ে সরকারের বিভিন্ন পলিসি সম্পর্কে  আলোচনা করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক  ড. মোঃ মাহাবুব হোসেন, এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (ক্যাডস) এর পরিচালক অধ্যাপক  ড. এন এইচ এম রুবেল মজুমদার। সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান। 

কী-নোট স্পীকারের বক্তব্যে ওয়ান বাংলাদেশের সভাপতি  অধ্যাপক  মোঃ রশীদুল হাসান বলেন, বর্তমান যুগে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। এখনকার যুব সমাজ যদি উদ্যেক্তা হতে পারে তাহলে তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থান করতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক   ড. এম কামরুজ্জামান বলেন, আমি বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা একদিন দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে বের হবে। দিন দিন প্রাইভেট সেক্টর বড় হচ্ছে। সুতরাং প্রাইভেট সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ইনোভেশন এবং সৃষ্টিশীলতার প্রতি আগ্রহী হতে হবে। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে দক্ষ উদ্যেক্তা তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এবং কাজকে সহযোগিতা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আমাদের  নতুন নতুন ইনোভেশন এবং ধারণা দিচ্ছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু ইউনিক বৈশিষ্ট্য রয়েছে। আশা রাখছি আমাদের শিক্ষার্থীরা নিজেদের আইডিয়া একে অপরের সাথে শেয়ার করবে এবং ইউনিক আইডিয়া ডেভলপ করে মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজে সহযোগিতা করবে এবং অংশগ্রহণ করবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে এবং আয়োজন সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত সাত তারকা

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত সাত তারকা

বাংলাদেশের শোবিজ অঙ্গনে আজ যেন জন্মদিনের উৎসব। বর্তমান সময়ের জনপ্রিয় সাত তারকার জন্মদিন আজ। তারা হলেন- কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী আনোয়ারা বেগম, এলিনা শাম্মী, তমা মির্জা, কনটেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা ও হারুন রশিদ।

কুমার বিশ্বজিৎ
কুমার বিশ্বজিৎ | ছবিঃ সংগৃহীত

সংগীতাঙ্গনে বাংলাদেশের গর্ব কুমার বিশ্বজিৎ। অসংখ্য জনপ্রিয় মৌলিক গান উপহার দিয়েছেন দর্শকদের। তোরে পুতুলের মত করে সাজিয়ে’, ‘তুমি রোজ বিকেলে’ কিংবা ‘যেখানে সীমান্ত তোমার’ এমন গান দিয়ে এখনও শ্রোতাদের হৃদয়ে চির সবুজ হয়ে আছেন কুমার বিশ্বজিৎ। একাধারে তিনি গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম সিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৩ সালের ১ জুন জন্ম কুমার বিশ্বজিতের।

চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী | ছবিঃ সংগৃহীত

অন্যদিকে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি গানেও তিনি এখন জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে শুরু করে চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি মডেল, শিক্ষক ও গায়ক। তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল-প্রথম আলো ও দুটি সমালোচক পুরস্কার লাভ করেন।

চঞ্চল চৌধুরী

চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্যদলের সাথে যুক্ত হয়ে। পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রূপকথার গল্প’।

এছাড়া তিনি ‘মনপুরা’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’ ও ‘দেবী’ চলচ্চিত্রে তার অভিনয়ের নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন।

আনোয়ারা বেগম
আনোয়ারা বেগম | ছবিঃ সংগৃহীত

দেশের আরেকজন বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা বেগম মাত্র ১৪ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। নায়িকা হিসেবে রয়েছে সাফল্য। বর্তমানে বেশিরভাগ মায়ের চরিত্রে দেখা যায় তাঁকে। বর্ণাঢ্য অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৪৮ সালের আজকের এই দিনে (১ জুন) জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ দিনে অগণিত মানুষের শুভেচ্ছাসিক্ত হচ্ছেন এ অভিনয়শিল্পী।

এলিনা শাম্মী
এলিনা শাম্মী | ছবিঃ সংগৃহীত

আরেক অভিনেত্রী এলিনা শাম্মী। তিনি একাধারে লেখক, মডেল ও উপস্থাপক। তিনি ২০১৪ সালে শাহ আলম কিরণ পরিচালিত ‘৭১ এর মা জননী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। ২০২১ সালে তিনি রায়হান রাফীর ওয়েব চলচ্চিত্র ‘জানোয়ার’ এ অভিনয় করে প্রশংসা অর্জন করেছিল।সর্বকালের সর্বোচ্চ আয়কারী বাংলাদেশী চলচ্চিত্র প্রিয়তমা এবং ’মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’ চলচ্চিত্রেও অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি। আজ এই অভিনেত্রী জন্মদিন। আজকের এই দিনে (১ জুন) খুলনায় জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

তমা মির্জা
তমা মির্জা | ছবিঃ ফেসবুক থেকে

শোবিজ অঙ্গনে তার আসা খুব ছোটবেলায়, কাজ শুরু করেছিলেন নৃত্যশিল্পী হিসেবে। পরে কিছুদিন মডেলিংও করেন তিনি। এরপর পা রাখেন অভিনয় জগতে। বলছি ‘খাঁচার ভিতর অচিন পাখি’ খ্যাত তমা মির্জার কথা। ‘বলও না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে তমা বাংলা চলচ্চিত্রে অভিষিক্ত হন। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তমা। বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি।

ফেরদৌস রহমান রিকা
ফেরদৌস রহমান রিকা | ছবিঃ রিকা’র সৌজন্যে

অন্যদিকে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা। ১৯৯৭ সালের এই দিনে (১ জুন) চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আজ তার জন্মদিন। ২০১৬ সাল থেকে কনটেন্ট নির্মাণ শুরু করেন। তারপর ২০১৭ সালে বর্তমান জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শাহরিয়ার সাকিবের সাথে বিয়ে করে যুক্তরাজ্যে (ইউনাইটেড কিংডম) চলে যান তিনি। বিয়ের পর ২০২০ সালের শেষের দিকে সাকিব- রিকা দুজনে মিলে ফেসবুক পেইজ খুলে কাপল ভিডিও নির্মাণ শুরু করেন। শুরুর সেই বছরেই সফলতা পেতে শুরু করেন তারা। তাদের পেইজের নাম ‘ডার্লিয়াস রিকা এন্ড সাকিব’। বর্তমানে নয় লক্ষর অধিক ফলোয়ার রয়েছে তাদের।

হারুন রশিদ
হারুন রশিদ | ছবিঃ ফেসবুক থেকে

মুসাফির চলচ্চিত্রে বান্টি ভাই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা হারুন রশিদ। তবে মুসাফির তার প্রথম অভিনীত চলচ্চিত্র নয়। এর আগে তিনি নাটক, চলচ্চিত্র এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। হারুন রশিদ অভিনয়ে আসেন ফাহিম মিউজিকে কাজের সূত্রেই। ছেলেবেলায় উদাসীন প্রকৃতির ছেলে হারুন রশিদ খুব বেশিদূর পড়াশোনা করেন নি। মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন তিনি। ১৯৯০ সালে স্টেডিয়াম মার্কেটে অডিও সিডির একটি দোকানে চাকরী শুরু করার মাধ্যমে ক্যারিয়ার জীবন শুরু করেন তিনি। ফাহিম মিউজিকে কাজ শুরু করার পর তিনি অভিনয়ের সুযোগ পান। নির্মাতা ইশতিয়াক রুমেলের প্রস্তাবে ‘হতেও পারে নাও পারে’ শিরোনামের নাটকে তিনি সর্বপ্রথম অভিনয় করেন। আজ তার জন্মদিন।

গৌতম সাহার কোরিওগ্রাফিতে চমক-লিন্ডা-ইভানা

গৌতম সাহার কোরিওগ্রাফিতে চমক-লিন্ডা-ইভানা

ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও পরসা ইভানা। নাটকের শুটিংয়ের ফাঁকে এবার তারা ফ্যাশন ফটোশুটে অংশ নিয়েছেন।

সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আরযিয়া ফ্যাশন হাউজের ফটোশুটে চমক ও ইভানার পাশাপাশি অংশ নেন র্যা ম্প মডেল লিন্ডা লিও। কোরিওগ্রাফি করেন গৌতম সাহা।

পারসা ইভানা বলেন, সামনে ঈদ। নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। গৌতম সাহা দাদা ফটোশুটের জন্য ডেকেছেন। দাদার ডাকে সারা দিয়ে শুট করেছি। আরযিয়া ফ্যাশন হাউজের ড্রেসগুলো ইউনিক। ভালো লেগেছে। তাছাড়া ফটোশুটও বেশ ভালো হয়েছে।

গৌতম সাহা বলেন, চমক ও ইভানাকে নিয়ে এর আগেও ফটোশুট করেছি। ওদের নিয়ে কাজ করতে একটা কমফোর্ট জোন পাই। তাছাড়া ড্রেসগুলোও কমফোর্টেবল। সব মিলিয়ে ভালো শুট হয়েছে।

পারসা ইভানা বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন। নাটকের পাশাপাশি শর্ট শিল্মেও নিয়মিত কাজ করছেন। এদিকে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২০২০ সালে অভিনয়ে নাম লিখিয়ে বেশ অল্প দিনেই ছোটপর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসামপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’র মতো বেশ কিছু একক নাটক, ধারাবাহিক ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়ে আলোচনায় এসেছেন চমক। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে।

টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার নিউজ 

প্রথম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে পুলিশের উপর হামলা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি.এম মাহমুদুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে গোপালগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আহমদ আলী বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাটগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লায়েক আলী বিশ্বাসের ছেলে। এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান বিশ্বাসের ছোট ভাই।

ওসি (তদন্ত) আহমদ আলী বিশ্বাস বলেন, গত ৮ মে প্রথম ধাপে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে চেয়ারম্যান প্রার্থী গাজী মাসুদুল হকের সমর্থকরা গিমাডাঙ্গা আইডিয়াল স্কুল কেন্দ্র দখলের চেষ্টা করে। এসময় পুলিশ বাঁধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ভোটগ্রহণ সাময়িক স্থগিত হয়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ছোড়ে। একপর্যায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদিয়ার রহমানের উপর হামলা চালিয়ে মারধর করে এবং তার মোটর সাইকেল ভাংচুর করে ঐ প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় বদিয়ার রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, পরে মামলাটির তদন্ত ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি.এম মাহমুদুল হকের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে পুলিশী পাহারায় তাকে গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে পাঠানো হয়েছে। 

এব্যাপারে গ্রেফতারকৃত যু্বলীগ নেতা বি.এম মাহমুদুল হকের ভাই ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস বলেন, আমার ভাই নিরপরাধ। সে এ ঘটনার সাথে জড়িত নয়, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে। আমি আমার ভাইয়ের মুক্তি দাবি করছি।