Archives জুন ২০২৪

প্রশংসায় ভাসছেন জাহিদ চৌধুরী

প্রশংসায় ভাসছেন জাহিদ চৌধুরী

এ সময়ের অভিনেতা জাহিদ চৌধুরী। শোবিজ অঙ্গনে নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ওয়েব ফিল্ম ‘পয়জন’ প্রকাশ পেয়েছে। প্রকাশ্যের পর থেকেই প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

গত (১০ জুন) সন্ধ্যা সাতটায় প্রকাশ পেয়েছে নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত দীপ্ত প্লে অরজিনাল ফিল্ম “পয়জন”। ‘পয়জন’ ওয়েব ফিল্মে শুধু অভিনয়শিল্পী হিসেবে নয় তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। এই ওয়েব ফিল্মে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসায় ভাসছেন জাহিদ চৌধুরী। ‘পুলিশ জনগণ ও নায়িকাদের বন্ধু’ তার এমন সংলাপ ইতিমধ্যে ভাইরাল। বিভিন্ন নাটক- সিনেমার গ্রুপ ও ফেসবুক পেইজে ভাসছে এমন সংলাপ।

জাহিদ চৌধুরী বলেন, ‘পয়জন’ ওয়েব ফিল্মে আমরা প্রচন্ড ঠান্ডার মধ্যে কাজ করেছি। যেখানে আমাদের অনেক শিল্পী অসুস্থ হয়ে গিয়েছিল। সেই স্মৃতি আজীবন মনে থাকবে। আমি ছোট ছোট পায়ে এগিয়ে যেতে চাই। আপনাদের সবার ভালোবাসা কামনা করছি। সকলে পয়জন দেখবেন ভালো-মন্দ মতামত জানাবেন।

এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ আল সেন্টু, সরকার রওনক রিপন, টাইগার রবি, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

উল্লেখ্য, জাহিদ চৌধুরী বর্তমানে অনন বিশ্বাস পরিচালিত হইচই ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি দীর্ঘ ১০ বছর যাবত ছোট-বড় পর্দায় অভিনয় করছেন। তিনি অভিনয়ের পাশাপাশি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। তার আলোচিত কাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ হইচই এর ওয়েব সিরিজ `বুকের মধ্যে আগুন”। এই ওয়েব সিরিজে পুলিশ অফিসার হিসেবে অভিনয় করে দারুন প্রশংসা পেয়েছেন দর্শকদের ‌কাছ থেকে।

মুরাদনগরে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

মুরাদনগরে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

মুরাদনগর আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তে পঞ্চম পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর তুলে দেন এমপি জাহাঙ্গীর আলম সরকার।

অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ভূমি নাজমিন সুলতানা নিপার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্যে ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারে না। এই বাংলাদেশকে এগিয়ে নিতে যেতেই হবে। এ দেশের মানুষ ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তি পাবে। প্রত্যেকটি মানুষের জীবন সুন্দর হবে-সেটাই আমাদের লক্ষ্য। যে লক্ষ্য বাস্তবায়নেই আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে উপজেলার ২২ টি ইউনিয়নের ২১জন চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী মো. রায়হানুল আলম চৌধুরি, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ও বাঙ্গরা বাজার থানার ওসি অমল চন্দ্রসহ উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন ধাপে এই উপজেলা থেকে ৯০৩ জনকে ঘর হস্তান্তর করা হয়েছে। আরো ২শত জন শীঘ্রই ঘর পাবে।

বড়াইগ্রামে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত

বড়াইগ্রামে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রলফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরলি বেগিলিয়েল ইন বাংলাদেশ (পার্টনার) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ও কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নে কুজাইল গ্রামে  এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ জনাব আব্দুল লতিফ,  উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাদী হাসান এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী জনাব মতিয়ার রহমান।

উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা বলেন পাটনার প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান সহ কৃষক মাঠ স্কুল পরিচালনা করার মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের পুষ্টির নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই অর্থবছরে বড়াইগ্রাম উপজেলাতে ১৮ টি কৃষক মাঠ স্কুল চলমান রয়েছে।

রাজশাহী অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ বলেন কৃষকদের চাহিদা মোতাবেক কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এ সময় কৃষক কৃষাণীরা বিভিন্ন প্রশ্ন করেন কৃষিবিদদের ।

চড়া দাম হাঁকানোর কারণে বিপাকে ‘তুফান’!

চড়া দাম হাঁকানোর কারণে বিপাকে ‘তুফান’!

বিভিন্ন কারণে আলোচনায় মুক্তি প্রতীক্ষিত শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমাটি। অর্থ পাচার ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা অভিযোগ রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির বিরুদ্ধে। যদিও সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যৌথ প্রযোজনার কথা অস্বীকার করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম একটি আলফা আই। রেন্টাল জটিলতা নিয়ে নানা সমালোচনা তো আছেই।

নতুন খবর হচ্ছে, মুক্তির জন্য এখনো পুরোপুরি প্রস্তুতই হয়নি ‘তুফান’! এই মুহূর্তে ভারতে সিনেমাটির কালার গ্রেডিংয়ের কাজ নিয়ে রাত-দিন নির্ঘুম কাটাচ্ছেন সিনেমাটির পরিচালক। কালার গ্রেডিং কচ্ছপের গতিতে চলার কারণে দেশ থেকে টাকা পাঠাতে পারছে না প্রযোজনা প্রতিষ্ঠান। ভিনদেশে সিনেমাটির কাজের জন্য মোটা অংকের টাকা দরকার, যা এই মুহূর্তে প্রযোজনা প্রতিষ্ঠান মেটাতে হিমশিম খাচ্ছেন।
যার ফলে অতিরিক্ত রেন্টাল হাঁকিয়েছে হল মালিকদের কাছে। সেই টাকা দিয়ে মেটানো হবে কালার গ্রেডিংয়ের পারিশ্রামিক। তবে মোটা অংকে সিনেমাটি চালাতে অনাগ্রহী অনেক সিনেমা হলের মালিকেরা।

চড়া দাম হাঁকানোর কারণে বিপাকে পড়েছে ‘তুফান’ সংশ্লিষ্টরা। অনেক হল মালিকেরা সিনেমাটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অতিরিক্তি রেন্টালের কারণে যে ‘তুফান’ অনেক হলে মুক্তি পাবে না সেটা অনেকটাই নিশ্চিত। আসছে ১৭ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যখন বুকিং শুরু হয় তখনই ঘটে বিপত্তি।

জানা গেছে, তুফান’র জন্য অবিশ্বাস্য রেন্টাল দাবি করেছে প্রযোজনা সংস্থা। এক বুকিং এজেন্ট বলেন, ‘আমার কাছে ঈদে তুফান ১৩টি হলে চালানোর জন্য আড়াই কোটি টাকা চাওয়া হয়। সিনেমার বাজার তো এত বড় নয়। তারা কি গ্যারান্টি দিতে পারবে এই সিনেমা ব্যবসা করবে? আমরা লস দিয়ে অতিরিক্ত রেন্টাল দিয়ে সিনেমা চালাব না। লাগলে ঈদে পুরনো সিনেমা চালাব।’

এর সত্যতা মিলেছে গাজীপুরের ঝংকার সিনেমা হলের মালিক শরফুদ্দিন এলাহি সম্রাটের কথায়। তিনি বলেন, ‘রেন্টাল নিয়ে সিনেমা চালানো সম্ভব না। অগ্রিম টাকা দিয়ে সিনেমা আনতে হবে। আমাদের পক্ষে ১৪ থেকে ১৫ লাখ টাকা দিয়ে সিনেমা চালানো এই মুহূর্তে সম্ভব না।’

অতিরিক্ত রেন্টাল দাবি করার জন্য ‘তুফান’ নিজেও আছে বিপাকে। সিনেমাটির ম্যানেজার শহিদুল্লাহও (মাস্টার) স্বীকার করেছেন রেন্টালের কারণে এখন পর্যন্ত সিনেমাটির কোনো স্লিপ কাটা হয়নি। তবে পরিচালক রাফির ভাষায়, ‘ভয় পেলে হবে? তুফান তো আসবেই। অপেক্ষা আর মাত্র ৬ দিনের।’

এদিকে, দেশীয় প্রযোজকদের অভিযোগ সিনেমা নির্মাণের নামে অর্থ প্রচার করেছে ‘তুফান’ সংশ্লিষ্টরা। সম্প্রতি বিষয়টি নিয়ে এফডিসিতে ১৯ সংগঠন নেতারা প্রকাশ্যে সিনেমাটির বিপক্ষে কথা বলেন। চলচ্চিত্রপাড়ায় এ নিয়ে যখন তীব্র ক্ষোভ বিরাজ করছে তখনই উঠল অতিরিক্ত রেন্টালের অভিযোগ। এত সব বাধা ডিঙিয়ে ‘তুফান’ কতটা সফল হতে পারবে তা সময় বলে দিবে।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে দেশের চরকি ও আলফা আই, ভারত থেকে এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকেই।

রাজশাহীতে দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণবিষয়ে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণবিষয়ে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহা-২০২৪ উপলক্ষ্যে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড সচিব ও ওয়ার্ড সুপারভাইজার (পরিচ্ছন্ন) সমন্বেয় এক সভা অনুষ্ঠিত  হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম।

সভায় উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।  সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

সভায় জানানো হয়, পবিত্র ঈদুল আজহার পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানির পশু জবাইয়ের পর ওই স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে ওয়াটার ট্যাংকারের ব্যবস্থা রাখা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে লিফলেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত লিফলেট জনসাধারণকে অবহিত করণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত মসজিদের ইমাম দ্বারা জুমার নামাজের খুতবায় ও ঈদুল আজহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের সব (কেন্দ্রীয় ও ওয়ার্ড) পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ঈদের দিনের ছুটি বাতিল করা হয়েছে। পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ওয়াটার ট্যাংকার ব্যবহার করা হবে। সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন কন্ট্রোলরুম খোলা হয়েছে। বর্জ্য অপসারণে রাসিক কন্ট্রোলরুমের মোবাইল নম্বরসমূহ হচ্ছে, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা-০১৭৪০-০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং)- ০১৭১৩-০৯৮৯৫৬, অফিস সহকারী- ০১৫২১-৩৬৫৩৬৬, সুপারভাইজার-০১৭৫১-০০৩০৬৩। অভিযোগ গ্রহণের সময় ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।

সভা প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নিযাম উল আযিম বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিকনির্দেশনায় বিগত বছরগুলোর ন্যায় এবারো দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিগত বছরের ন্যায় এবারো  দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে উদ্ধার ১৪০ পিস ইয়াবা; আটক ৩

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে উদ্ধার ১৪০ পিস ইয়াবা আটক ৩

কুমিল্লার মুরাদনগরে মাদকদ্রব্য বহনকালে পুলিশি অভিযানে আটক হয়েছে ৩জন। আটককৃত মাদক কারবারিরা হলো, উপজেলার রাজা চাপিতলার আঃ সোবহানের ছেলে মোঃ বাবু (২৪), মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ বাদল মিয়া (৩৭) ও বাখরনগরের আঃ রহমানের ছেলে মোঃ ইয়াছিন (৪০)।

পুলিশি তথ্যমতে, মুরাদনগর থানাধীন নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজার মসজিদের দক্ষিণ পাশে, পাকা রাস্তার উপর সন্দেহজনক ভাবে একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। তখন আরোহীদের নিকট হতে ১৪০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় দূর্যোগে জরুরি সাড়াদান শক্তিশালী করনের লক্ষ্যে প্রশিক্ষণ 

টুঙ্গিপাড়ায় দূর্যোগে জরুরি সাড়াদান শক্তিশালী করনের লক্ষ্যে প্রশিক্ষণ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ বজ্রকন্ঠে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ।

প্রশিক্ষন কর্মশালায় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্যোধন ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল্যায়ন ও পরিবিক্ষন বিভাগের পরিচালক যুগ্ন-সচিব মোঃ শাহ আলম, গোপালগঞ্জ জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফুল হক, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান প্রমূখ।

প্রশিক্ষনে উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বড়াইগ্রামে ঘর উদ্বোধন বিষয়ে ইউএনওর প্রেস ব্রিফিং

বড়াইগ্রামে ঘর উদ্বোধন বিষয়ে ইউএনওর প্রেস ব্রিফিং

মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পঞ্চম পর্যায়ের ২য় ধাপে  ৮০জন গৃহহীন ও ভূমিহীন পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

আগামী মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী সারা দেশের ১৮৮ উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করবেন। যার মধ্যে বড়াইগ্রামে ৮০ টি ঘর রয়েছে। এরমধ্যে ছাতিয়ানগাছা আবাসন প্রকল্পে ১৭ টি, চৌমুহান আবাসন প্রকল্পে ৩৩টি, বাহিমালী আবাসন প্রকল্পে ৩০টি।এর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  জানান ,  চলমান আশ্রয়ণ প্রকল্প-২ এর মেয়াদ আগামী জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে । ইতিমধ্যে বড়াইগ্রামকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হলেও কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার এর আওতায় থেকে বাদ পড়লে তাদেরকেও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

হল পাচ্ছে না ‘তুফান’, এগিয়ে ‘রিভেঞ্জ’

হল পাচ্ছে না ‘তুফান’, এগিয়ে ‘রিভেঞ্জ’

ঈদ সিনেমায় নানাভাবেই আলোচিত শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’। সিনেমাটি ঘিরে রেন্টাল জটিলতায় কপালে ভাঁজ পড়েছে প্রদর্শকদের। এর ফলে ‘রিভেঞ্জ’-এ চোখ পড়েছে প্রদর্শক ও বুকিং এজেন্টদের।

রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘তুফান’

শনিবার (০৮ জুন) প্রদর্শক সমিতির সাধারণ সভায় জয়দেপুরের ঝুমুর সিনেমার কর্ণধার শরফুদ্দিন এলাহি সম্রাট ‘তুফান’ নিয়ে রেন্টালে খামখেয়ালীপনার অভিযোগ আনেন। এক পর্যায় তিনি এমন উচ্চ রেন্টাল হাঁকালে সিনেমা না চালানোর ঘোষণা দেন। তার এমন ঘোষণায় একাত্মতা প্রকাশ করেন মুন্সীগঞ্জের পান্না সিনেমার কর্ণধার আজগর হোসেন।

তিনি বলেন, ‘এত রেন্টাল দিয়ে সিনেমা চালানো সম্ভব না। আমি নিজেই কনফিউজে আছি কারণ পাশেই গরুর হাট, এ অবস্থায় হলের আসে পাশে পরিবেশ ঠিকঠাক থাকবে না। এর মধ্যে বৃষ্টি হলে তো কথাই নেই, দর্শকও আসবে না। তাই এ অবস্থায় এত রেন্টাল দিয়ে সিনেমা চালানোর অবস্থায় আমি নেই।’

মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমা ‘রিভেঞ্জ’

তাদের ভাষ্য, বর্তমান বাজার অনুযায়ী রেন্টাল চাওয়া হলে বিবেচনা করা যায়। তা ছাড়া সবার সক্ষমতাও এক নয়। এতে করে ছোট হলগুলো ঋণগ্রস্থ হয়ে পড়বে।

এদিকে, অবস্থা যখন এই তখন সাধারণ সভায় বুকিং এজেন্টরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ইতিমেধ্য ‘তুফান’ নিয়ে যেভাবে রেন্টাল জটিলতা চলছে তাতে অনেকেই শেষ পর্যন্ত হল বুক করবে না। কারণ এখন পর্যন্ত স্লিপ কাটা হয়নি। এ অবস্থায় আমাদের দ্বিতীয় অপসন ‘রিভেঞ্জ’। আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করছি।’ উচ্চ রেন্টালের বাজারে ‘রিভেঞ্জ’ কঠিন প্রতিশোধ হয়ে দেখা দিতে পারে বলেও তারা মন্তব্য করেন।

তাদের এমন মন্তব্যে ফুরফুরে মেজাজে ‘রিভেঞ্জ’ সিনেমার পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘আমি আগেও নিয়মে ছিলাম, এখনো নিয়মের মধ্যেই আছি। নিয়মের মধ্যেই সিনেমা সারাদেশে মুক্তি দিতে চাই। ইতিমধ্যে হল বুকিং এজেন্টরা যোগাযোগ শুরু করেছে। অন্য কারো মতন উচ্চ রেন্টাল হাঁকিয়ে হল ব্যবসার বারোটা বাজাতে চাই না। আমি কেবল চাই ঈদে ‘রিভেঞ্জ’ সবাই দেখুক।’

তিনি আরও বলেন, ‘তুমুল অ্যাকশনে ভরপুর সিনেমা ‘রিভেঞ্জ’। পাশাপাশি ড্রামা, থ্রিলার, রোমান্সও রয়েছে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবেই সিনেমাটি।’

সিনেমাটি নিয়ে রোশান বলেন, ‘ঈদে ‘তুফান’সহ বেশ কয়েকটি সিনেমার মুক্তির ঘোষণা এসেছে। সেসবের গল্প আমি জানি না। তবে ‘রিভেঞ্জ’র গল্প অনেক শক্তিশালী। আমি মনে করি পরিচালক ইকবাল ভাইয়ের ক্যারিয়ারের সবচেয়ে সেরা নির্মাণ এটি।’

বুবলী ও রোশান।

বুবলী বলেন, ‘সিনেমাটির গল্প শুনেই তাতে কাজ করতে রাজি হয়ে গিয়েছিলাম। খুব সুন্দরভাবে সিনেমাটি চিত্রায়িত হয়েছে। ‘রিভেঞ্জ’ ঈদে আসবে বলে ভালো লাগছে। কারণ প্রতিটি শিল্পীই চায় তার সিনেমা বড় উৎসবে মুক্তি পাক। কারণ দর্শকদের মাঝে সে সময় সিনেমা নিয়ে উন্মাদনা থাকে। আমি মনে করি ‘রিভেঞ্জ’ও উন্মাদনায় ভাসাবে দর্শকদের।

অ্যাকশনধর্মী ‘রিভেঞ্জ’ সিনেমায় রোশান হাজির হচ্ছেন প্রধান চরিত্রে। সিনেমাটিতে বুবলী অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, সীমান্ত প্রমুখ।

অন্যদিকে, ‘তুফান’ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকেই।

আলোকিত মানুষ গড়তে আলো ছড়াচ্ছেন কামরুজ্জামান সরকার

আলোকিত মানুষ গড়তে আলো ছড়াচ্ছেন কামরুজ্জামান সরকার

থাকেন ঢাকায়। অবসর পেলেই গ্রামে ছুটে আসেন তিনি। কারণ তাঁর ধ্যানজ্ঞান শিক্ষার্থীদের ঘিরে। গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ ও প্রতিষ্ঠান থেকে ঝড়ে পরা শিক্ষার্থীদের স্কুল মুখি করতে নানা উদ্যোগের কারণে তিনি যেমন অভিভাবক মহলে প্রশংসিত তেমনি উদীয়মান তরুণদের প্রিয় ব্যক্তিত্ব। শুধু শিক্ষার্থীদের ঘিরেই তাঁর কর্মযজ্ঞ নয়, সামাজিক অবকাঠামো ও বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কলেজের শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত দিক থেকেও এনেছেন আমূল পরিবর্তন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয়দের সাথে কথা বলে যার এই আলো ছড়ানোর গল্প উঠে আসে তিনি হচ্ছেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান মো. কামরুজ্জামান সরকার। তিনি উপজেলার ২০ নং পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর (মাঝা পাড়া) গ্রামের মো. জয়নাল আবেদিন সরকারের ছেলে।

ধামঘর,পাহাড়পুর ও বাবুটিপাড়া ইউনিয়নের বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘২২টি ইউনিয়ন নিয়ে গঠিত মুরাদনগর উপজেলার উপর দিয়ে গোমতী নদী প্রবাহিত। নদীটির দক্ষিণে রয়েছে ছয়টি ইউনিয়ন। এই ছয় ইউনিয়নে বেশ কয়েকটি প্রাথমিক, মাধ্যমিক ও একটি ডিগ্রি কলেজ রয়েছে। আর এই প্রতিষ্ঠান গুলোর গরিব অসহায় শিক্ষার্থীদের আশার আলো হয়ে বেশ কয়েক বছর ধরে তাদের পাশে আছেন সহায়ক ভুমিকায় মো. কামরুজ্জামান সরকার। বিশেষ করে এস.এস.সি ও এইচ.এস.সি পরিক্ষায় যে সকল শিক্ষার্থী অর্থের অভাবে ফরম ফিলাপ করতে পারে না, এই সকল শিক্ষার্থীর দায়িত্ব নিচ্ছেন তিনি। স্কুল কলেজে ভর্তি ও শিক্ষা উপকরণ বিতরণেও অনন্য ভুমিকা তাঁর।

তারা আরো বলেন, ‘তিনি ঢাকায় চাকুরি করলেও গ্রামে তাঁর মন পরে থাকে। প্রত্যেক শুক্র ও শনিবার তিনি গ্রামের বাড়ি চলে আসেন। গ্রামীণ অবকাঠামো ও সামাজিক কর্মকান্ডেও তার ভূমিকা প্রশংসনীয়।

জানা যায়, ২০২২ সাল থেকে অদ্যাবধি মো. কামরুজ্জামান সরকার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।

কলেজটির বেশ কয়েকজন শিক্ষক বলেন, ‘মো. কামরুজ্জামান সরকার কলেজটির সভাপতি হওয়ার পর থেকে কলেজের আমূল পরিবর্তন ঘটে। শোভাবর্ধন গেইট, নতুন ভবন, ল্যাব, লাইব্রেরি আসবাবপত্র ও শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পানের ব্যবস্থাসহ নানা উদ্যোগে সকলের নজর করেছেন তিনি। বিশেষ করে গত ১৭ বছর কলেটির ডিগ্রি শাখার কোড সংগত কারণে স্থগিত ছিল। তিনি সভাপতি হওয়ারপর নিজ উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের যাবতীয় শর্ত পূরণ করে ডিগ্রি শাখার কোড ফিরিয়ে আনেন। তাছাড়া প্রতিষ্ঠানটিতে বিভিন্ন সরকারি প্রোগ্রাম যথাযথ ভাবে উদ্‌যাপন, শিক্ষাসফর ও ক্রীড়া অনুষ্ঠান গুলোতে আকর্ষণীয় পুরস্কার শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ছড়িয়েছে।’

মো. কামরুজ্জামান সরকার একজন সরকারি কর্মকর্তা। পারিবারিক জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক। বড় মেয়ে ডাক্তার। মেঝ মেয়ে লন্ডন প্রবাসী। ছোট মেয়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিষয় নিয়ে পড়ছেন।

মুঠোফোনে মো.কামরুজ্জামান সরকারের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, নৈতিক দায়িত্ব বোধ থেকে মানুষের জন্য কাজ করে যেতে চাই তা ছাড়া আর কিছু নয়।’ 

নোয়াখালীতে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই 

নোয়াখালীতে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই 

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর বাজারে শনিবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মনির সু-স্টোর, শর্মা ফার্মেসী, নোয়াখালী ফার্নিচার, বনিক ক্রোকারিজ, দীপক বনিক স্টোর, অঙ্কিতা জুয়েলার্স ও হারাধনের পান দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। 

এতে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে চাটখিল ফায়ার স্টেশনের ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

চাটখিল ফায়ার সার্ভিস স্টেশন লিডার আবুল কালাম জানান, অগ্নিকান্ডের সময় বাজারে বিদ্যুৎ ছিল না। তখন বৈদ্যুতিক জেনারেটর চালু ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাবিতে আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন অনুষ্ঠিত

রাবিতে আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক মৎস্য ও জলজ কৃষি সম্মেলন-২৪ (ইন্টারন্যাশনাল ফিসারিজ এন্ড অ্যাকুয়াকালচার কনফারেন্স) শুরু হয়েছে। 

শনিবার (৮ জুন) সকাল ৯টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘স্মার্ট এ্যাকোয়াকালচার এন্ড ফিশারিজ ফর সেফ ফুড প্রডাকশন’ শীর্ষক এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা এমপি।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রধান) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর।

রাবি ফিশারিজ অনুষদের অধিকর্তা ও সম্মেলন সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূইয়া, ফিশারিজ অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী ও ওয়ার্ল্ড ফিস বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. বিনয় কুমার বর্মন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সম্মেলন সাংগঠনিক কমিটির সদস্য-সচিব অধ্যাপক মো. তরিকুল ইসলাম।

সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ফিশারিজ বাংলাদেশের কৃষিখাতে অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র।সম্ভাব্যতা যাচাই ও গবেষণার মাধ্যমে উন্নততর প্রজাতির মাছ ও জলজ প্রাণির উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশে প্রাণীজ আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত উৎপাদন বিদেশেও রপ্তানি করা যাবে। ইতিমধ্যেই এই খাত উল্লেখযোগ্য পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই সম্মেলন ফিশারিজ ও এ্যাকোয়াকালচার বিষয়ে ভবিষ্যত গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে দিক নির্দেশনা দিবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ভারতের কল্যানী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিলাভ কবিরাজ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও রাবি ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন।

সম্মেলনর প্রথম দিনে একটি প্লিনারি সেশন ও একটি বিজনেস সেশন এবং একটি টেকনিক্যাল সেশনের আওতায় পাঁচটি প্যারালাল টেকনিক্যাল সেশন, একটি পোস্টার সেশনের আওতায় চারটি থিমেটিক পোস্টার সেশন অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত আছে। সম্মেলনের দ্বিতীয় দিন রবিবার চাঁপাইনবাবগঞ্জে ‘কনফারেন্স ট্রিপ’ অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত আছে।

দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ৪০০ ফিশারিজ ও এ্যাকোয়াকালচার বিষয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী অংশ নিয়েছেন।

রাজশাহীতে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

রাজশাহীতে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে রাজশাহী নগরীর বড়কুঠিস্থ বোয়ালিয়া থানা ভুমি অফিস প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ‘ভূমি সেবা সপ্তাহ’ এর উদ্বোধন করেন। 

‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ জুন (শনিবার) হতে আগামী ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমিসেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব-ভূমিহীন মানুষদের জন্য লক্ষীপুর জেলার রামগতি উপজেলার পোড়াগাছায় ১৯৭২ সালে গুচ্ছগ্রাম (বর্তমান আশ্রয়ণ প্রকল্প) শুরু করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আসার পরপরই গরীব মানুষদের  পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্প শুরু করেন। এখন পর্যন্ত প্রায় ১৩-১৪ লক্ষ মানুষকে এ প্রকল্পের মাধ্যমে গৃহ প্রদান করা হয়েছে। পৃথিবীতে এমন আর কোনো দেশ নেই যে দেশের সরকারপ্রধান ঘোষণা দিয়েছেন যে-“আমি একটি মানুষকে গৃহহীন-ভূমিহীন রাখবো না”। রাজশাহীর ৬৭টি উপজেলার মধ্যে ৬৫টি উপজেলা ইতোমধ্যে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।১০ জুন প্রধানমন্ত্রী বাকি ২ উপজেলাকেও গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন। এখন পর্যন্ত আমরা ৩৫ হাজার ঘর তৈরি করে দিয়েছি। সরকারের ভূমিকেন্দ্রিক এই জয়যাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর উল্লেখ করে হুমায়ূন কবীর বলেন, ২৪ ধরনের ভূমি সংক্রান্ত অপরাধের বিস্তারিত এই আইনে রয়েছে এবং কেউ যদি ভূমি সংক্রান্ত অপরাধে জড়িত হন তাহলে আইনানুযায়ী দন্ডিত হবেন।

ভূমি মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনো কাজে দালালচক্রের শরণাপন্ন না হয়ে সরাসরি ভূমি অফিসে অথবা অনলাইনে খুব সহজে সেবা নিতে পারেন।

বক্তৃতা শেষে বিভাগীয় কমিশনার ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের শুরুতে স্মার্ট ভূমি সেবায় সরকারের বিভিন্ন কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ভূমি মালিকগণের নিকট হতে তাদের ভূমিবিষয়ক বিভিন্ন সমস্যা সম্পর্কিত প্রশ্ন গ্রহণ করা হয় এবং তার জবাব প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভূমি সেবায় প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হয়।এছাড়া ভূমি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। 

পরে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইমতিয়াজ হোসেন এবং জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম।

বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সেবা গ্রহীতা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে ভুল চিকিৎসায় মা সহ নবজাতকের মৃত্যু

নোয়াখালীতে ভুল চিকিৎসায় মা সহ নবজাতকের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ায় ওয়াহাব-তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালে সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

এই ঘটনায় নিহত সামিয়া আক্তার (২৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের নতার বাড়ির মো. মুরাদের স্ত্রী। চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক শনিবার (০৮ জুন) সকালে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।  

নিহতের স্বামী মুরাদ অভিযোগ করে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে তার স্ত্রী সামিয়া কে তিনি ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালে নিয়ে আসেন। পরে দুপুর ২টার দিকে ডাক্তার ফারহানা তাকে সিজার করেন। সেখানে অপারেশনের আগে অ্যানেসথেসিয়া ডাক্তার ছাড়া হসপিটালের জরুরী বিভাগের ডাক্তার দিয়ে ভুলভাবে সামিয়ার শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করা হয়। এতে সঠিকভাবে রোগীর শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করা যায়নি। পরবর্তীতে সিজার করে, নবজাতককে পেট থেকে বের করেনি। রোগী মারা যাওয়ায় পুনরায় সিজারের স্থানে সেলাই দিয়ে আমাদের কে কুমিল্লা পাঠায়। তিনি আরও বলেন, পরে সন্ধ্যার দিকে তারা সামিয়ার মরদেহ নিয়ে হাসপাতালের সামনে আসলে। ওই সময় স্থানীয় নেতৃবৃন্দ জানায় এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য তাদের হেফাজতে নেয়।

এবিষয়ে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে, ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার মহিউদ্দিন রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের অ্যানেসথেসিয়া ও সার্জন দুজনই অভিজ্ঞ ছিলেন। তারা গত ১০ মাস যাবত এখানে অপারেশন করে আসছেন। রোগীর অ্যানেসথেসিয়া করা হলে রোগী হার্ট স্ট্রোক করে। এই কারণে আর সিজার করা যায়নি। স্ট্রোক করার কারণে যেহেতু আইসিইউ সাপোর্ট লাগবে। তাই রোগীকে এখানে আর রাখা হয়নি। উন্নত চিকিৎসার জন্য জেলা শহর মাইজদীতে পাঠানো হয়। সেখান থেকে রোগীর স্বজনেরা তাকে কুমিল্লা নিয়ে যায়।   

গাড়ি আটকে ঘুষ দাবি; বাঘায় দুই এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গাড়ি আটকে চাঁদা দাবি; বাঘায় দুই এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রাজশাহী জেলার বাঘা উপজেলায় মোটরসাইকেল আটক করে মোটা অঙ্কের ঘুষ দাবি, ঘুষের টাকা না পেয়ে ফেনসিডিল মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ উঠেছে বাঘা থানার দুই এসআই’র বিরুদ্ধে।এ বিষয়ে ভুক্তভোগী বিজ্ঞ বাঘা আমলী আদালতে দুই এসআই’র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৭ জুন) বেলা ১১ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোত কাদিপুর গ্রামের মজিবর রহমানের ছেলে রুহেল ইসলাম রয়েল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রয়েল বলেন, গত ১৪ মে সকাল আনুমানিক ১০ টা থেকে ১১ টার দিকে বাঘা থানার এস.আই নুরুল ইসলাম ও শাহনেওয়াজ সজল সহ আরো ১ জন আমার বাড়ীর গেটের সামনে উপস্থিত হয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।আমি দিতে অস্বীকার করলে আমার নামে মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ভয় দেখিয়ে আমার ব্যবহৃত এ্যাপাচি ৪ ভি লাল রংয়ের মোটরসাইকেলটি জোরপূর্বক বাড়ী থেকে নিয়ে যায় এবং যাওয়ার সময় বলেন আমাদেরকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে আসবি, নইলে তোরা মোটর সাইকেল ফেরত পাবি না।তোদের নামে মামলা দিয়ে জীবন নষ্ট করে দিবো।

তিনি বলেন, আমি পেশায় একজন কৃষক এই পুলিশ সদস্যরা ঘটনার বেশ কিছুদিন আগে আমাকে বলে, যেহেতু তোমার বাড়ি বর্ডারে তুমি আমাদেরকে এই এলাকায় কখন কিভাবে অবৈধ মাদকের চোরাচালান হয় তথ্য দেবে এবং গ্রেফতারে সহায়তা করলে তোমাকে পুরস্কৃত করবো।আমি তাদের কথায় রাজি না হলে তারা আমাকে হয়রানি করতে শুরু করেন।এ বিষয়ে আমি গত ১৫ মে একটি অভিযোগ বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দিতে গেলে তিনি অভিযোগটি গ্রহন করেনি এবং পুলিশ সদস্যরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বের করে দেয়।পরবর্তীতে আমি বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের সাথে যোগাযোগ করে মোটরসাইকেল ফেরত চাইলে তারা বলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যা।সর্বশেষ আমি কোন প্রতিকার না পেয়ে ঐ এস.আই’দের ও বাঘা থানার অফিসার ইনচার্জ এর নামে গত ২৯ মে বাঘা থানা আমলী আদালতে মামলা দায়ের করি যা আদালত পিবিআই’কে তদন্তের দায়িত্ব দেন।ঐ মামলার বিষয়ে জানার পর আসামীরা এখন আমাকে বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমার ভয় ও মৃত্যু ভয় দেখাচ্ছে।

এস.আই নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে জানতে চাইলে আমার উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলতে হবে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনকারী রয়েল হোসেন ওরফে রুহেল একজন চিহ্নিত মাদক কারবারি।ইতোপূর্বেও তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।এছাড়া অন্যান্য আরও দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসা করে আসছে।এবার মাদক চোরাচালানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়।ওই ঘটনার সাক্ষ্যপ্রমাণসহ ভিডিও ফুটেজ আছে।আমাদের বিরুদ্ধে মামলা করেছে কি না বিষয়টি আমার জানা নেই।

প্যারিস থেকে সুখবর দিলেন রাশেদ মামুন অপু

প্যারিস থেকে সুখবর দিলেন রাশেদ মামুন অপু

এ সময়ের জনপ্রিয় অভিনেতা রাশেদ মামুন অপু। চলচ্চিত্র, নাটক এবং ওটিটি—সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। পেয়েছেন দর্শকপ্রিয়তা। চরিত্রাভিনেতা হিসেবে অপুর অবস্থা এখন বেশ ঝলমলে। সম্প্রতি এই অভিনেতা প্যারিসে গিয়েছেন। সেখানে গিয়ে করেছেন সমঝোতা। চুক্তি করেছেন বাংলাদেশ-ইউরোপের মধ্যে বাণিজ্যের নতুন দরজা উন্মোচনের জন্য।

রাশেদ মামুন অপু জানান, প্যারিসে ‘ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম’ ও ‘ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশন’-এর সাথে বাংলাদেশী ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থ্রি এ আর মাল্টিমিডিয়া লিমিটেড-এর একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। যে চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্যোক্তা সম্মেলন, বিজনেস নাইট, চলচ্চিত্র নির্মাণসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে যৌথভাবে।

প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত এলাকা গারদো নর্দে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম-এর প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন, ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট মনজুরুল হাসান চৌধুরী সেলিম ও চিফ কো-অর্ডিনেটর আবু তাহির এবং থ্রি এ আর মাল্টিমিডিয়া’র চেয়ারম্যান অভিনেতা রাশেদ মামুন অপু।

অভিনেতা অপু বলেন, ‘অভিনয় তো করছিই। শেষ পর্যন্ত করব। পাশাপাশি চেষ্টা করছি আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু ইভেন্ট করার। এবারের সফর ও চুক্তির মাধ্যমে আশা করছি সেই পথ অনেকটাই সুগম হবে।’

আসছে ১৩ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেতে যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। এতে রাশেদ মামুন অপু অভিনয় করেছেন ভয়ংকর চরিত্র কোরামিন নামে। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার কয়েকটি নতুন সিনেমা।

মুক্তি পেল রাকা পপি’র নতুন গান

মুক্তি পেল রাকা পপি'র নতুন গান

দেশীয় সঙ্গীত জগতের সুন্দরী – সুরেলা কণ্ঠশিল্পী রাকা পপি। পদ্মাপাড়ের ফরিদপুরের এই গায়িকা একের পর এক নতুন গান দিয়েই শ্রোতা – দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। তেমনি দারুন সুন্দর গায়কীর কল্যাণে তরুণ প্রজন্মের গায়িকা হিসেবে তাদের মনে জায়গা করে নিয়েছেন রাকা পপি। এক্ষেত্রে একের পর এক মৌলিক গান দিয়ে ইতোমধ্যেই দেশ এবং দেশের গন্ডি পেরিয়ে বাংলা বিদেশেও ভাষাভাষীদের কাছে তার পরিচিতি গড়ে ওঠেছে।

রাকা পপি
রাকা পপি

রাকা পপি আসন্ন ঈদুল আযহায় আবারও নতুন গান নিয়ে নিজের ভক্ত – শ্রোতা – দর্শকের সামনে আসছেন। ঈদ উপলক্ষে তার গাওয়া মৌলিক গান ‘তোমার নামে লিখে দেবো পুরো বাংলাদেশ’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার (৬ জুন)। মিউজিক ভিডিও আকারে এই গানটি রাকা পপি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হচ্ছে বলে জানালেন গায়িকা রাকা পপি।

রাকা পপি
রাকা পপি

রাকা পপি বলেন, এটি একটি ভিন্নধর্মী লোক আঙ্গিকের প্রেমের গান এটি। ভালোবাসার জন্য একজন মেয়ে কত কিছু করার চিন্তা ভাবনা করতে পারে, সেই বিষয়টি অনেক গুরুত্বসহকারে ফুটে উঠেছে এতে। গানটি দর্শক শ্রোতাদের মনে স্থান করে নেবে বলে রাকা পপি মনে করেন।

রাকা পপি
রাকা পপি

রাকা পপি জানিয়েছেন, ‘তোমার নামে লিখে দেবো পুরো বাংলাদেশ’ গানটির গীতিকার ও সুর করেছেন বিখ্যাত বাউল শিল্পী, সুরকার এবং সংগীত পরিচালক শাহ আলম সরকার। সংগীত পরিচালনা করেছেন আর জয় (মুম্বাই)। জীবন চন্দ্র দাস এর পরিচালনায় নির্মাণকৃত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মহিমা চৌধুরী এবং শিমুল চৌধুরী।

টুঙ্গিপাড়ায় পোড়ানো হলো লক্ষাধিক টাকার চায়না জাল 

টুঙ্গিপাড়ায় পোড়ানো হলো লক্ষাধিক টাকার চায়না জাল 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ২ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বালাডাঙ্গা গ্রামের বাঘিয়ার নদী ও খাল থেকে এসব চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, পৌরসভার কাউন্সিলর মঈনুল ইসলাম অপু প্রমূখ উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ মঈনুল হক বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খাল ও নদীতে অবৈধ চায়না দুয়ারি জাল ফেলে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। মাছের সঙ্গে আটকা পড়ে খাল ও নদীর জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে। তাই দেশীয় মাছ রক্ষার্থে নদী ও খালে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

চাটখিলে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

চাটখিলে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে শীর্ষক বিষয়ে চাটখিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের আয়োজনে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৫ জুন) দুপুরে চাটখিল উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন নোয়াখালী কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আরিফ আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যা চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ। 

প্রধান অতিথির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের মেধাবিকাশে সহায়তা করে। বিতার্কিকরাই দেশের বিভিন্ন পর্যায়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বিতর্ক চর্চাকে উদ্বুদ্ধ করতে চাটখিল উপজেলায় শীঘ্রই একটি বিতর্ক সংগঠন তৈরি করা হবে।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের  ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও  সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্স-আপ হয়। বিজয়ী ও রানার্স আপ দলের সদস্যদের হাতে ক্রেস্ট এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী  সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সদস্য মনিরুল কামাল, সাহেলা পারভীন, হাছিনা আক্তার, মহি উদ্দিন বাবু, মো. আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।