Archives জুন ২০২৪

ঈদে শেখ চাঁদনী’র পাঁচ নাটক

ঈদে শেখ চাঁদনী'র পাঁচ নাটক

দেশীয় টেলিভিশন মিডিয়ার তরুণ প্রজন্মের গ্ল্যামারাস মডেল – অভিনেত্রী শেখ চাঁদনী। অল্প দিনের টিভি ক্যারিয়ারে তিনি একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে ক্রমশঃ সামনের কাতারে এগিয়ে আসছেন। বরাবরের মতো এবারের ঈদেও সুদর্শনা চাঁদনী অভিনীত বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

 শেখ চাঁদনী
শেখ চাঁদনী

চাঁদনী অভিনীত এবারের ঈদের নাটকের তালিকায় রয়েছে – ‘অত্যাচারী বউ’, ‘কর্পোরেট মেয়ে’, সাত পর্বের ধারাবাহিক ’শান্তি নাই’, ‘মা-ই সেরা’, ‘রসের হাঁড়ি’। এগুলোর মধ্যে সাত পর্বের দুটি ধারাবাহিক প্রচার হবে একুশে টেলিভিশনে এবং ‘রসের হাঁড়ি’ প্রচার হবে বৈশাখী টেলিভিশনে। নাটকগুলোতে চাঁদনীর বিপরীতে অভিনয় করেছেন সঞ্জয় রাজ, সাব্বির আহমেদ ও ওয়াহিদ ইকবাল মার্শাল।

ঈদে প্রচারিতব্য নাটকগুলো প্রসঙ্গে চাঁদনী বলেন, সবগুলোতেই আমি অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছি। নাটকগুলোতে আমার অভিনীত চরিত্রও অসাধারণ। আমি মন প্রাণ ভরে অভিনয় করেছি। আমার সহশিল্পীরাও ছিলেন অসাধারণ। সব মিলিয়ে নাটকগুলো দারুন হয়েছে। আমার বিশ্বাস – এগুলো দর্শক হৃদয় জয় করতে সক্ষম হবে।

কথায় কথায় খুলনার মেয়ে চাঁদনী শেখ জানান, আপাতত তার পুরো ধ্যান – জ্ঞান অভিনয়কে ঘিরেই। এমন ভাবনা নিয়েই দেশীয় শোবিজে তার আগমন। ছোটপর্দায় নাটকে অভিনয় দিয়েই তরুন প্রজন্মের এই অভিনেত্রীর শোবিজ মিডিয়ায় যাত্রা শুরু হয়েছিল। এই মুহূর্তে চাঁদনী নাটকে অভিনয়ের মাধ্যমেই অভিনেত্রী হিসেবে নিজের অবস্থানটা মিডিয়ায় পাকাপোক্ত করতে চান। সুন্দরী ও নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল চাঁদনী জানান, মা-বাবার আগ্রহে ছোটবেলা থেকে অভিনয় ও নাচের চর্চাসহ সংস্কৃতির নানা শাখার সঙ্গে সম্পৃক্ততা ছিল তার। তবে অভিনয়ের প্রতি ছিল আলাদা রকমের দুর্বলতা। প্রথমবার তিনি হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টিভির মেগা সিরিয়াল ‘ফ্যামিলী ডিস্টেন্স’ এ অভিনয়ের প্রস্তাব পান। নির্মাতা হাসান জাহাঙ্গীর পূর্বপরিচিত হওয়ায় ওই নাটকে অভিনয়ে রাজি হয়ে যান।

ওই নাটকে অভিনয়ে করা প্রসঙ্গে চাঁদনী বলেন, অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল। তাই নাটকটিতে অভিনয় করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আবার অভিনয়ে ভালো করার ক্ষেত্রে নিজের একটা আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো। সেই আত্মবিশ্বাস থেকে শুরু, এখন পুরোদমে চলছে।

চাঁদনী জানান, এরপর তিনি অনেকগুলো মেগা সিরিয়ালে কাজ করেছেন। হাসান জাহাঙ্গীরের ‘এন্ট্রি হিরো’, মেহেদী রনি পরিচালিত ‘হাতকড়া’, মেহেদী রনির ওভিসি, আলী সুজনের ‘পালাকার’। জাহিদুল ইসলাম মিন্টু’,র ‘অক্টোপাস’। মুক্তাদির বিন সালামের ‘গেম’ ইত্যাদি নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। চাঁদনী নতুন অভিনয় শুরু করেছেন সৈয়দ রেফাত সিদ্দিকী ও শাহাদাত আলম ভূবন পরিচালিত ‘চিরকুমারী সংঘ’ নাটকের।

 শেখ চাঁদনী
শেখ চাঁদনী

এছাড়াও তিনি একক নাটকের মধ্যে মোরশেদ সুমনের ‘আবু বাবু’, ‘শাশুড়ী ভক্ত জামাই’, জয় সরকারের ‘প্রবাসীর আহাজারি’, ফজলুল সেলিমের ‘লাট সাহবের মেয়ে’, আজিম খানের ‘দুষ্টু ছেলের দল’, আইয়ুব আলী খানের ‘স্বামী আমার দামী’, ‘বিয়ের দাবী’ ইত্যাদি নাটকে অভিনয় করেছেন। এছাড়াও আলী সুজন পরিচালিত ১০ টা শর্টফিল্ম, মাহফজুর রহমানের মিউজিক্যাল ফিল্মে কাজ করেছেন। অন্যদিকে চাঁদনী আবার ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বিনোদনের বৃহৎ মাধ্যম চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

নিজের বর্তমান ব্যস্ততা ও কাজ প্রসঙ্গে চাঁদনী বলেন, প্রতিদিনই নাটক তৈরি হচ্ছে। পুরোনোদের দলে নতুন নতুন শিল্পীরা যোগ হচ্ছেন। ভালো কাজ করার মধ্য দিয়েই টিকে থাকতে হবে এখানে। সেই চেষ্টা করে যাচ্ছি আমি। ঈদের কাজ শেষ করে দেশের বাড়ি খুলনায় এসেছি ঈদ করতে। আপাতত কয়েকটা দিন ছুটি কাটাবো। এরপর ঢাকায় ফিরে নতুন নাটকের কাজ শুরু করবো।

চাটখিলে ঢেউটিন চেক ও নগদ অর্থ বিতরণ 

চাটখিলে ঢেউটিন চেক ও নগদ অর্থ বিতরণ 

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চাটখিলে ৩২জন দুস্থ- অসহায়দের মাঝে  ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার আগে চাটখিল উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এইচ.এম ইব্রাহিম। এসময় তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে ৩৪ জনের মাঝে ১লাখ ৫৮ হাজার টাকার চেক বিতরণ করেন।   

বিতরণকালে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোশকাত আহমেদ, পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুরাদনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ

মুরাদনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী(জাইকা)’র সহয়তায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করা হয়।

বেঞ্চ সরবরাহের পূর্বে উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। 

উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হানুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষকগণসহ অন্যরা।

জাইকা’র সহয়তায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ডি. ডি.এস ওয়াই উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, রামচন্দপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, কাজিয়াতল রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, আকুবপুর ইয়াকুব আলী ভূইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া,

আন্দিকুট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, শ্রীকাইল কে, কে, উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, কুলুবাড়ী আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় ১০ জোড়া, পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, বাঁশকাইট পিতাম্বর জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া, যাত্রাপুর আশরাফ কামিনী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, কামারচর উচ্চ বিদ্যালয়ে ১৪ জোড়া, কাজিলতল দঃ পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০ জোড়া, কোম্পানীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ১০ জোড়া, কামাল্লা ডেঙ্গু চন্দ্র, রাজ চন্দ্র, সনাতন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১০ জোড়া, মুরাদনগর মুসলেম মিয়া দাখিল মাদ্রাসায় ১০ জোড়াসহ মোট ২ শত ৯ জোড়া প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করা করেন।

মুরাদনগরে পুলিশ পরিচয়ে ডাকাতি মূলহোতা গ্রেফতার

পুলিশ পরিচয়ে ডাকাতি মূলহোতা গ্রেফতার

কুমিল্লা জেলার মুরাদনগর থানা গেইটের সামনে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃত মোঃ নাজমুল হাসান(২৬) উপজেলার সদর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মোঃ ওমর আলীর ছেলে।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, মাছ নিয়ে গাড়ীতে করে যাওয়ার সময় গত ৪জুন রাত ১১:৫৫মিনিটে আইনের লোক পরিচয়ে আল্লাহ চত্ত্বরে ৮-৯জনের একটি সংঘবদ্ধ দল পথরোধ করে মাছ ব্যবসায়ী সঞ্জিত চন্দ্র সরকারকে(৫১)। তখন তাদের গাড়ীতে অবৈধ মালামাল আছে দাবীতে গাড়ী তল্লাশির জন্য থানা গেইটে নিয়ে যায় ডাকাতদল। রাত ১:৪০মিনিটে থানা গেইটে পিকাপ ভ্যানটি পৌঁছা মাত্র সঞ্জিত সরকারকে চর থাপ্পড় মেরে প্রাণনাশের হুমকি প্রদান করে, তার সাথে বহনকৃত ১লক্ষ টাকা ও পিকাপভ্যান ড্রাইভারের ২হাজার টাকা লুট করে দ্রুত মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়।

দীর্ঘ ১সপ্তাহ তদন্ত ও অভিযানের পর মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের বিচক্ষণ নেতৃত্বে সন্দেহমূলক ভাবে মোঃ নাজমুল হোসেনকে গ্রেফতার করলে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। তখন তার সাথে থাকা অপর আসামী পালিয়ে গেলেও ফেলে যায় ১৫পিস ইয়াবা। এসময় ঘটনারদিন ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। আটক নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের নারী নির্যাতন, বিস্ফোরক দ্রব্য সহ ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আটকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ইয়াবা বহনের দায়ে অপর আসামীর বিরুদ্ধে আলাদা মাদক আইনে মামলা রুজু হয়েছে। 

টুঙ্গিপাড়ায় প্রত্যাগত অভিবাসীদের নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার

টুঙ্গিপাড়ায় প্রত্যাগত অভিবাসীদের নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেমিনার

“প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি,সহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল শেখ।

এসময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার, সহকারী পরিচালক (ডিইএমও) ষষ্টিপদ রায়, প্রবাসী কল্যাণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ম্যানেজার হুমায়ুন কবির মুন্না, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান টিটিসি টুঙ্গিপাড়া শাখার শহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, অনেক প্রবাসী বাংলাদেশী প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে এসেছেন ও প্রবাসী বাংলাদেশী এবং তাদের পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন।

চাটখিলে চাহিদার চেয়ে গবাদি পশু অধিক: তুলনামূলক দাম কম

চাটখিলে চাহিদার চেয়ে গবাদি পশু অধিক: তুলনামূলক দাম কম

চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও চাটখিল পৌর সভায় কুরবানির জন্য চাহিদার চেয়ে অধিক গবাদি পশু রয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় এগ্রো ফার্ম ও গৃহ পালিত গবাদি পশু রয়েছে ১১হাজার ২১৩টি। কুরবানির পশুর চাহিদা রয়েছে ১১হাজার ২৪৫টি।

এছাড়া মৌসুমী ব্যবসায়ীদের আনীত গরু, মহিষ, ছাগল, ভেড়া এবছর চাহিদার তুলনায় অনেক বেশি রয়েছে। ফলে পশুর দাম অন্য বছরের তুলনায় এবার অনেকটা কম বলে ক্রেতা-বিক্রেতারা মনে করছে। পশুর হাট ঘুরেও দেখা যায়, আমাদের উপস্থিতিতে যেসব পশু বিক্রি হয়েছে এসব ক্রেতারা দাম নাগালের মধ্যে রয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন।

উপজেলার পরকোট-দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে ভ্রাম্যমান পশুর হাটে গিয়ে দেখা যায় হাজার-হাজার গরু ভর্তি মাঠটি। ক্রেতার চেয়ে গরুর সংখ্যা অধিক। ফলে দামে সস্তির নিঃশ্বাস ফেলছে ক্রেতারা। তবে বিক্রেতারা বলছে শেষ পর্যন্ত তাদের অনেক পশু অবিক্রিত থেকে যাবে। কারণ চাহিদার চেয়ে গরু, মহিষ ও ছাগল কয়েক গুন বেশি। ভীমপুর টেকনিক্যাল কলেজের প্রভাষক জসিম মাহমুদ জানান, গত কয়েক বছরের চেয়ে এবছর পশুর সংখ্যা বেশি হওয়ায় দাম অনেকটা কম। তাই অনেকেই এবছর আগে-ভাগেই পশু কিনে ফেলছে।        

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাত হোসেন বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জানান, চাটখিলে বিভিন্ন এগ্রো ফার্ম ও গৃহে পালিত ৪৪৩৬টি ষাঁড়, ৬৮৩টি বলদ, ৩৬৮টি গাভী, ২৬টি মহিষ, ৫৬৫৭টি ছাগল, ৪৩টি ভেড়া রয়েছে। এছাড়া মৌসুমী ব্যবসায়ীদের আনীত গরু, মহিষ, ছাগল রয়েছে কয়েক লাখ। সব মিলিয়ে চাহিদার তুলনায় অনেক বেশি পশু রয়েছে বলে তিনি জানান।  

নোয়াখালীতে ইউআইটিআরসিই’র দিন ব্যাপী সেমিনার

নোয়াখালীতে ইউআইটিআরসিই’র দিন ব্যাপী সেমিনার

নোয়াখালীর চাটখিলে উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ব্যানবেইসের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউআইটিআরসিই’র সহকারী প্রোগ্রামার মোঃ জহির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন।

এছাড়াও স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ নিয়ে সেমিনারে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জুনাইদ আলম, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শিক্ষকদের করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যা চৌধুরী।

উন্মুক্ত আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। এসময় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তারা উল্লেখ করেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু। উপজেলার শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪০টি প্রতিষ্ঠান প্রধান সেমিনানে অংশগ্রহণ করেন।

নোয়াখালীতে শিশু নির্যাতন ও ধর্ষন প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

নোয়াখালীতে শিশু নির্যাতন ও ধর্ষন প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

নোয়াখালীর চাটখিল থানা পুলিশের আয়োজনে হাফেজিয়া ও কাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যদের নিয়ে শিশু নির্যাতন এবং ধর্ষন প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ জুন) দুপুরে চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে থানা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস। মতবিনিময় সভায় কমিউনিটি পুলিশিং পৌর সমন্বয় কমিটির সভাপতি সাবেক কমিশনার মমিনুল ইসলাম দুলাল সহ  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত হাফেজিয়া ও কাওমী মাদ্রাসার প্রধান শিক্ষক ও কমিটির সদস্যগণের উদ্দেশ্যে শিশু নির্যাতন এবং ধর্ষন ও বলৎকারের বিষয়গুলো প্রতিরোধের ব্যাপারে আরো নজরদারি বাড়ানোর জন্য গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি নিত্যানন্দ দাস এসব অপরাধের ব্যাপারে সকল ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিংয়ের প্রতি জোর দিতে বলেন এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও অন্যান্য বক্তারা এই অপরাধ যেনো চাটখিলে আর না ঘটে এ ব্যাপারে  সতর্ক দৃষ্টি রাখবেন বলে জানান।

পলাশ মণি দাসের পরিচালনায় “নানা বাড়িতে ঈদ”

পলাশ মণি দাসের পরিচালনায় “নানা বাড়িতে ঈদ”

এ সময়ের নির্মাতা পলাশ মণি দাস। এবারের ঈদের জন্য নির্মাণ করেছেন “নানা বাড়িতে ঈদ”। এই নাটকটি রচনা করেছেন রাজীব মণি দাস।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- হান্নান শেলি, আখম হাসান, পুনম হাসান জুঁই, তারিক স্বপন, সূচনা শিকদার, নিথর মাহবুব, সাজু আহমেদ, সিগ্ধা হোসাইন, ফরিদ হোসাইন প্রমুখ।

পলাশ মণি দাস জানান, গল্পে নানা বাড়িতে কোরবানি ঈদ উদযাপন তুলে ধরা হয়েছে। নানা -নাতির খুনসুটি- আনন্দে মেতে উঠা সহ বিভিন্ন মজার দৃশ্য থাকবে। শেষে দেখা যাবে, নানা তার নাতি-পুতিকে নিয়ে হাটে গরু কিনতে যাওয়ার সময় ঘটে এক মানবিক ঘটনা। তা জানতে হলেই দেখতে হবে এই নাটক। আশা করি দর্শক নিরাশ হবে না। সকলকে পরিবার নিয়ে দেখার আমন্ত্রণ রইল।

বর্তমান আলো/নীরা

শপথ নিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর

শপথ নিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর

টানা দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। বুধবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এ ছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে ড. আহসানুল আলম সরকার কিশোর প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং মুরাদনগর উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মুরাদনগররের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় মুরাদনগর উপজেলাবাসীর।

গেরস্তের গরুতে আস্থা ক্রেতাদের; দর নিয়ে চিন্তার ভাঁজ খামারিদের কপালে

গেরস্তের গরুতে আস্থা ক্রেতাদের; দর নিয়ে চিন্তার ভাঁজ খামারিদের কপালে
চিন্তার ভাঁজ খামারিদের
প্রস্তুত রয়েছে ২১হাজার ৭শত ২৪টি পশু
চাহিদার চেয়ে বেশি রয়েছে ২৯১টি পশু
দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাভের গুড় সীমিত
খামারে গেলে দালালের খপ্পরে পরতে হয় না

দেশী গরুর চাহিদা বরাবরের মতোই বেশি রয়েছে ক্রেতাদের মাঝে। আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে কুমিল্লার জেলার মুরাদনগর উপজেলায় গরু লালনপালন করে প্রস্তত করেছে খামারিরা। শেষ সময়ে গরু বিক্রির জন্য হাটে তুলতে ব্যস্ত সময় অতিবাহিত হচ্ছে গরু পালনকারী খামারিদের। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে পছন্দসই নাম রেখে গরুগুলো হাটে তুলছে সপ্তাহের বিভিন্ন দিন।

সরেজমিনে উপজেলার কয়েকটি খামার পর্যবেক্ষণ করে দেখা যায়, দেশি গরুর অধিকাংশ বিক্রি হয়ে যায় হাটে তুলার পূর্বে। দেশি গরুগুলোর সঠিক প্রক্রিয়ায় লালনপালন করে বড় করে তোলা হয়। মোটাতাজা করতে ঔষধ প্রয়োগ করা হয় না বিধায় ক্রেতাদের আগ্রহ দেশী গরুতে। লালবাবু নামের একটি দেশি জাতের বিশাল আকৃতির গরুর দাম হাঁকছেন সাড়ে ৬লক্ষ টাকা।

ক্রেতারা বলছেন, কোরবানি দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কিছু অসাধু ব্যবসায়ী কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করণের ঔষধ প্রয়োগ করে৷ গেরস্তের গরু নির্ভেজাল। গেরস্তের গরু গুলো আমাদের সামনে বেড়ে উঠে। প্রথমে গেরস্তের বাড়িতে খোঁজ করি গরু। ভালো গরু পেলে এবং দামে বনিবনা হলে হাটে যাওয়ার প্রয়োজন হয় না। হাটে দালাল থাকে, তারা খামারিদের টাকায় ভাগ বসায়। খামারির বাড়ি থেকে কিনলে দালালের খপ্পরে পড়তে হয় না।

গরু ব্যবসায়ী আকবর ও তার সহযোগীরা বলেন, দিনদিন জিনিসপত্রের দাম প্রচুর বাড়ছে। গরু লালনপালন করতে অনেক টাকা খরচ হয় সেইসাথে শ্রম দিতে হয় প্রচুর। আমার খামারে ১৪টি গরু লালনপালন করেছিলাম। হাঁটে তুলার আগে ৯টি বিক্রি হয়ে গেছে। ভারত ও মায়ানমার হয়ে গরু দেশে প্রবেশ করে তাই ক্রেতারা দাম কম বলছে। দেশীয় খামারিদের শ্রমের বিনিময়ে ন্যায্য লভ্যাংশ বৃদ্ধিতে অবৈধভাবে বিদেশি গরু প্রবেশ রোধের অনুরোধ জানান সরকারের নিকট।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বলেন, আমাদের উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ২১হাজার ৭শত ২৪টি পশু। চাহিদার চেয়ে বেশি রয়েছে ২৯১টি পশু। আশা করছি যারা কোরবানি দিবেন তাদের কোনো ঘাটতি হবে না।

প্রশংসায় ভাসছেন জাহিদ চৌধুরী

প্রশংসায় ভাসছেন জাহিদ চৌধুরী

এ সময়ের অভিনেতা জাহিদ চৌধুরী। শোবিজ অঙ্গনে নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি তার অভিনীত ওয়েব ফিল্ম ‘পয়জন’ প্রকাশ পেয়েছে। প্রকাশ্যের পর থেকেই প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

গত (১০ জুন) সন্ধ্যা সাতটায় প্রকাশ পেয়েছে নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত দীপ্ত প্লে অরজিনাল ফিল্ম “পয়জন”। ‘পয়জন’ ওয়েব ফিল্মে শুধু অভিনয়শিল্পী হিসেবে নয় তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। এই ওয়েব ফিল্মে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসায় ভাসছেন জাহিদ চৌধুরী। ‘পুলিশ জনগণ ও নায়িকাদের বন্ধু’ তার এমন সংলাপ ইতিমধ্যে ভাইরাল। বিভিন্ন নাটক- সিনেমার গ্রুপ ও ফেসবুক পেইজে ভাসছে এমন সংলাপ।

জাহিদ চৌধুরী বলেন, ‘পয়জন’ ওয়েব ফিল্মে আমরা প্রচন্ড ঠান্ডার মধ্যে কাজ করেছি। যেখানে আমাদের অনেক শিল্পী অসুস্থ হয়ে গিয়েছিল। সেই স্মৃতি আজীবন মনে থাকবে। আমি ছোট ছোট পায়ে এগিয়ে যেতে চাই। আপনাদের সবার ভালোবাসা কামনা করছি। সকলে পয়জন দেখবেন ভালো-মন্দ মতামত জানাবেন।

এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর, আব্দুল্লাহ আল সেন্টু, সরকার রওনক রিপন, টাইগার রবি, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

উল্লেখ্য, জাহিদ চৌধুরী বর্তমানে অনন বিশ্বাস পরিচালিত হইচই ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি দীর্ঘ ১০ বছর যাবত ছোট-বড় পর্দায় অভিনয় করছেন। তিনি অভিনয়ের পাশাপাশি কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। তার আলোচিত কাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ হইচই এর ওয়েব সিরিজ `বুকের মধ্যে আগুন”। এই ওয়েব সিরিজে পুলিশ অফিসার হিসেবে অভিনয় করে দারুন প্রশংসা পেয়েছেন দর্শকদের ‌কাছ থেকে।

মুরাদনগরে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

মুরাদনগরে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

মুরাদনগর আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে গৃহহীন ও ভূমিহীন মানুষের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তে পঞ্চম পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর তুলে দেন এমপি জাহাঙ্গীর আলম সরকার।

অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার ভূমি নাজমিন সুলতানা নিপার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্যে ড. আহসানুল আলম সরকার কিশোর বলেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত এই বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারে না। এই বাংলাদেশকে এগিয়ে নিতে যেতেই হবে। এ দেশের মানুষ ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তি পাবে। প্রত্যেকটি মানুষের জীবন সুন্দর হবে-সেটাই আমাদের লক্ষ্য। যে লক্ষ্য বাস্তবায়নেই আমরা কাজ করে যাচ্ছি।’

অনুষ্ঠানে উপজেলার ২২ টি ইউনিয়নের ২১জন চেয়ারম্যান, উপজেলা প্রকৌশলী মো. রায়হানুল আলম চৌধুরি, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ও বাঙ্গরা বাজার থানার ওসি অমল চন্দ্রসহ উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন। বিভিন্ন ধাপে এই উপজেলা থেকে ৯০৩ জনকে ঘর হস্তান্তর করা হয়েছে। আরো ২শত জন শীঘ্রই ঘর পাবে।

বড়াইগ্রামে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত

বড়াইগ্রামে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত

নাটোরের বড়াইগ্রামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রলফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরলি বেগিলিয়েল ইন বাংলাদেশ (পার্টনার) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ও কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নে কুজাইল গ্রামে  এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ জনাব আব্দুল লতিফ,  উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাদী হাসান এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী জনাব মতিয়ার রহমান।

উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা বলেন পাটনার প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান সহ কৃষক মাঠ স্কুল পরিচালনা করার মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের পুষ্টির নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই অর্থবছরে বড়াইগ্রাম উপজেলাতে ১৮ টি কৃষক মাঠ স্কুল চলমান রয়েছে।

রাজশাহী অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ বলেন কৃষকদের চাহিদা মোতাবেক কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এ সময় কৃষক কৃষাণীরা বিভিন্ন প্রশ্ন করেন কৃষিবিদদের ।

চড়া দাম হাঁকানোর কারণে বিপাকে ‘তুফান’!

চড়া দাম হাঁকানোর কারণে বিপাকে ‘তুফান’!

বিভিন্ন কারণে আলোচনায় মুক্তি প্রতীক্ষিত শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমাটি। অর্থ পাচার ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা অভিযোগ রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির বিরুদ্ধে। যদিও সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যৌথ প্রযোজনার কথা অস্বীকার করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম একটি আলফা আই। রেন্টাল জটিলতা নিয়ে নানা সমালোচনা তো আছেই।

নতুন খবর হচ্ছে, মুক্তির জন্য এখনো পুরোপুরি প্রস্তুতই হয়নি ‘তুফান’! এই মুহূর্তে ভারতে সিনেমাটির কালার গ্রেডিংয়ের কাজ নিয়ে রাত-দিন নির্ঘুম কাটাচ্ছেন সিনেমাটির পরিচালক। কালার গ্রেডিং কচ্ছপের গতিতে চলার কারণে দেশ থেকে টাকা পাঠাতে পারছে না প্রযোজনা প্রতিষ্ঠান। ভিনদেশে সিনেমাটির কাজের জন্য মোটা অংকের টাকা দরকার, যা এই মুহূর্তে প্রযোজনা প্রতিষ্ঠান মেটাতে হিমশিম খাচ্ছেন।
যার ফলে অতিরিক্ত রেন্টাল হাঁকিয়েছে হল মালিকদের কাছে। সেই টাকা দিয়ে মেটানো হবে কালার গ্রেডিংয়ের পারিশ্রামিক। তবে মোটা অংকে সিনেমাটি চালাতে অনাগ্রহী অনেক সিনেমা হলের মালিকেরা।

চড়া দাম হাঁকানোর কারণে বিপাকে পড়েছে ‘তুফান’ সংশ্লিষ্টরা। অনেক হল মালিকেরা সিনেমাটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অতিরিক্তি রেন্টালের কারণে যে ‘তুফান’ অনেক হলে মুক্তি পাবে না সেটা অনেকটাই নিশ্চিত। আসছে ১৭ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার পর যখন বুকিং শুরু হয় তখনই ঘটে বিপত্তি।

জানা গেছে, তুফান’র জন্য অবিশ্বাস্য রেন্টাল দাবি করেছে প্রযোজনা সংস্থা। এক বুকিং এজেন্ট বলেন, ‘আমার কাছে ঈদে তুফান ১৩টি হলে চালানোর জন্য আড়াই কোটি টাকা চাওয়া হয়। সিনেমার বাজার তো এত বড় নয়। তারা কি গ্যারান্টি দিতে পারবে এই সিনেমা ব্যবসা করবে? আমরা লস দিয়ে অতিরিক্ত রেন্টাল দিয়ে সিনেমা চালাব না। লাগলে ঈদে পুরনো সিনেমা চালাব।’

এর সত্যতা মিলেছে গাজীপুরের ঝংকার সিনেমা হলের মালিক শরফুদ্দিন এলাহি সম্রাটের কথায়। তিনি বলেন, ‘রেন্টাল নিয়ে সিনেমা চালানো সম্ভব না। অগ্রিম টাকা দিয়ে সিনেমা আনতে হবে। আমাদের পক্ষে ১৪ থেকে ১৫ লাখ টাকা দিয়ে সিনেমা চালানো এই মুহূর্তে সম্ভব না।’

অতিরিক্ত রেন্টাল দাবি করার জন্য ‘তুফান’ নিজেও আছে বিপাকে। সিনেমাটির ম্যানেজার শহিদুল্লাহও (মাস্টার) স্বীকার করেছেন রেন্টালের কারণে এখন পর্যন্ত সিনেমাটির কোনো স্লিপ কাটা হয়নি। তবে পরিচালক রাফির ভাষায়, ‘ভয় পেলে হবে? তুফান তো আসবেই। অপেক্ষা আর মাত্র ৬ দিনের।’

এদিকে, দেশীয় প্রযোজকদের অভিযোগ সিনেমা নির্মাণের নামে অর্থ প্রচার করেছে ‘তুফান’ সংশ্লিষ্টরা। সম্প্রতি বিষয়টি নিয়ে এফডিসিতে ১৯ সংগঠন নেতারা প্রকাশ্যে সিনেমাটির বিপক্ষে কথা বলেন। চলচ্চিত্রপাড়ায় এ নিয়ে যখন তীব্র ক্ষোভ বিরাজ করছে তখনই উঠল অতিরিক্ত রেন্টালের অভিযোগ। এত সব বাধা ডিঙিয়ে ‘তুফান’ কতটা সফল হতে পারবে তা সময় বলে দিবে।

জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে দেশের চরকি ও আলফা আই, ভারত থেকে এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকেই।

রাজশাহীতে দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণবিষয়ে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণবিষয়ে রাসিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আযহা-২০২৪ উপলক্ষ্যে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাইকরণ ও দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড সচিব ও ওয়ার্ড সুপারভাইজার (পরিচ্ছন্ন) সমন্বেয় এক সভা অনুষ্ঠিত  হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১২টায় নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম।

সভায় উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান জনি, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।  সভা সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

সভায় জানানো হয়, পবিত্র ঈদুল আজহার পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার লক্ষ্যে কোরবানির বর্জ্য অপসারণে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোরবানির পশু জবাইয়ের পর ওই স্থানে ব্লিচিং পাউডার ছিটানো, পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে ফেলতে ওয়াটার ট্যাংকারের ব্যবস্থা রাখা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণ বিষয়ে লিফলেট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত লিফলেট জনসাধারণকে অবহিত করণের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডের অন্তর্গত মসজিদের ইমাম দ্বারা জুমার নামাজের খুতবায় ও ঈদুল আজহার জামাতে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পরিচ্ছন্ন বিভাগের সব (কেন্দ্রীয় ও ওয়ার্ড) পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ঈদের দিনের ছুটি বাতিল করা হয়েছে। পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণে ওয়াটার ট্যাংকার ব্যবহার করা হবে। সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঈদের দিন কন্ট্রোলরুম খোলা হয়েছে। বর্জ্য অপসারণে রাসিক কন্ট্রোলরুমের মোবাইল নম্বরসমূহ হচ্ছে, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা-০১৭৪০-০০৩০৪০, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং)- ০১৭১৩-০৯৮৯৫৬, অফিস সহকারী- ০১৫২১-৩৬৫৩৬৬, সুপারভাইজার-০১৭৫১-০০৩০৬৩। অভিযোগ গ্রহণের সময় ঈদুল আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।

সভা প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর নিযাম উল আযিম বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিকনির্দেশনায় বিগত বছরগুলোর ন্যায় এবারো দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। পরিচ্ছন্ন রাজশাহীর সুনাম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। বিগত বছরের ন্যায় এবারো  দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে আমরা নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে উদ্ধার ১৪০ পিস ইয়াবা; আটক ৩

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে উদ্ধার ১৪০ পিস ইয়াবা আটক ৩

কুমিল্লার মুরাদনগরে মাদকদ্রব্য বহনকালে পুলিশি অভিযানে আটক হয়েছে ৩জন। আটককৃত মাদক কারবারিরা হলো, উপজেলার রাজা চাপিতলার আঃ সোবহানের ছেলে মোঃ বাবু (২৪), মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ বাদল মিয়া (৩৭) ও বাখরনগরের আঃ রহমানের ছেলে মোঃ ইয়াছিন (৪০)।

পুলিশি তথ্যমতে, মুরাদনগর থানাধীন নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর বাজার মসজিদের দক্ষিণ পাশে, পাকা রাস্তার উপর সন্দেহজনক ভাবে একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। তখন আরোহীদের নিকট হতে ১৪০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। যথাযথ পদক্ষেপের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় দূর্যোগে জরুরি সাড়াদান শক্তিশালী করনের লক্ষ্যে প্রশিক্ষণ 

টুঙ্গিপাড়ায় দূর্যোগে জরুরি সাড়াদান শক্তিশালী করনের লক্ষ্যে প্রশিক্ষণ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করনের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ বজ্রকন্ঠে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ।

প্রশিক্ষন কর্মশালায় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূর্যোধন ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল্যায়ন ও পরিবিক্ষন বিভাগের পরিচালক যুগ্ন-সচিব মোঃ শাহ আলম, গোপালগঞ্জ জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আশরাফুল হক, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত রায়হান প্রমূখ।

প্রশিক্ষনে উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

বড়াইগ্রামে ঘর উদ্বোধন বিষয়ে ইউএনওর প্রেস ব্রিফিং

বড়াইগ্রামে ঘর উদ্বোধন বিষয়ে ইউএনওর প্রেস ব্রিফিং

মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পঞ্চম পর্যায়ের ২য় ধাপে  ৮০জন গৃহহীন ও ভূমিহীন পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

আগামী মঙ্গলবার (১১ জুন) প্রধানমন্ত্রী সারা দেশের ১৮৮ উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করবেন। যার মধ্যে বড়াইগ্রামে ৮০ টি ঘর রয়েছে। এরমধ্যে ছাতিয়ানগাছা আবাসন প্রকল্পে ১৭ টি, চৌমুহান আবাসন প্রকল্পে ৩৩টি, বাহিমালী আবাসন প্রকল্পে ৩০টি।এর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা  জানান ,  চলমান আশ্রয়ণ প্রকল্প-২ এর মেয়াদ আগামী জুন ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে । ইতিমধ্যে বড়াইগ্রামকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হলেও কোনো ভূমিহীন-গৃহহীন পরিবার এর আওতায় থেকে বাদ পড়লে তাদেরকেও বিধি মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।